মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১০ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো ঘোষিত অবরোধ কর্মসূচি চলাকালে যোগাযোগব্যবস্থা নির্বিঘ্ন রাখতে ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেল, সড়ক ও নৌ-পথ এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহায়তার জন্য রাজধানীসহ সারা দেশে তাদের মোতায়েন করা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (রাজনৈতিক শাখা-২) সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষর করা এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (আজ) সকাল থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারা দেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপির সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

সর্বশেষ খবর