শিরোনাম
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

জামানত হারানোর শঙ্কা অনেকের, রংপুরে ২৮ নতুন মুখ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী ছাড়া অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীর অনেককেই সাধারণ ভোটাররা তেমন একটা চেনেন না। তারা ভোটের মাঠে কতটুকু সাফল্য পাবেন এ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আলোচনা চলছে। যাচাইবাছাইয়ে ৩৯ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। আপিলে আওয়ামী লীগের তিন স্বতন্ত্র প্রার্থী বৈধতা ফিরে পান। এ ৪২ প্রার্থীর ২৮ জনই একেবারে নতুন মুখ। সাধারণ মানুষের বক্তব্য হলো- এসব প্রার্থীর জামানত হারানোর শঙ্কা রয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪টি দল অংশগ্রহণ করছে। দলীয় ও স্বতন্ত্র মিলে ছয়টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৪২। এর মধ্যে আওয়ামী লীগের ৬, জাতীয় পার্টির ৬, বাংলাদেশ কল্যাণ পার্টির ১, জাকের পার্টির ২, ন্যাশনাল পিপলস পার্টির ৫, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১, তৃণমূল বিএনপির ১, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ১,  বাংলাদেশ কংগ্রেসের ৪, বাংলাদেশ সুপ্রিম পার্টির ২, জাসদের ১, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ১, কৃষক শ্রমিক জনতা লীগের ১, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ১ এবং স্বতন্ত্র হিসেবে ৯ প্রার্থী নির্বাচনে রয়েছেন। স্থানীয় ভোটাররা বলেন, নামসর্বস্ব দলের প্রার্থীদের সঙ্গে এলাকার ভোটারদের নেই কোনো যোগাযোগ। এসব প্রার্থীর বেশির ভাগই নির্বাচনে জামানত হারাতে পারেন। রংপুরের ছয়টি সংসদীয় আসনে ৪২ প্রার্থীর মধ্যে ২৮ জন প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। রংপুর-১ আসনে ১১ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা ও আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের আসাদুজ্জামানের নির্বাচন করার অভিজ্ঞতা থাকলেও বাকি আটজন নবাগত। রংপুর-২ আসনে তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মন্ডল ইতোপূর্বে জাতীয় সংসদ নির্বাচন করেছেন। অন্য প্রার্থীরা নতুন মুখ। রংপুর-৩ আসনে আট প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ছাড়া সবাই জাতীয় সংসদ নির্বাচনে নবাগত। রংপুর-৪ আসনে চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ছাড়া বাকি দুজন জাতীয় সংসদ নির্বাচনে নবাগত। রংপুর-৫ আসনে ৯ জনের সবাই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন করছেন। রংপুর-৬ আসনে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হুমায়ুন ইজাজের জাতীয় সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। অন্যদের আগে নির্বাচন করার অভিজ্ঞতা নেই।  রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, নির্বাচন এলে কিছু নামসর্বস্ব দলকে দেখা যায় নির্বাচনে অংশ নিতে। জনগণের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এসব দল নির্বাচনে এলেও তারা ভোটারদের নির্বাচনমুখী করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। এ ছাড়া নামসর্বস্ব দল এবং বেশির ভাগ নতুন প্রার্থীর প্রথম নির্বাচন হওয়ায় ভোট উৎসবমুখর হবে না- এটি নিঃসন্দেহে বলা যায় না বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর