বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইচ্ছেমতো সুদে আমানত নিতে পারবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

এখন নিজেদের ইচ্ছেমতো সুদহারে আমানত সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো। গতকাল বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করে তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়, ২০২১ সালের ৮ আগস্টে জারি করা সার্কুলারের মাধ্যমে আমানত সংগ্রহে সুদহারের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুসারে মেয়াদি আমানতের সুদহার মূল্যস্ফীতির নিচে না রাখতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। তখন ঋণ বিতরণের সর্বোচ্চ সুদের হার ছিল ৯ শতাংশ। তবে চলতি বছরের জুলাই থেকে ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু হওয়ার কারণে ওই সার্কুলারে নির্দেশিত আমানতের সুদহারের নিম্ন সীমার দরকার নেই। তাই ২০২১ সালের ৮ আগস্ট এর নির্দেশনা রহিত করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর