বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ইসির বিজ্ঞপ্তি

১৮ ডিসেম্বর থেকে নির্বাচনবিরোধী সভা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনবিরোধী সভা, সমাবেশ বা অন্য সব রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল রাতে ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করবেন। ওইদিন থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহ হতে পারেন এমন কোনো রকম সভা, সমাবেশসহ

অন্য সব রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা বাঞ্ছনীয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর