বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে ৬০০ কোটি টাকা ছাড়াল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে কমেছে মূল্যসূচক। তবে বেড়েছে লেনদেনের গতি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। দাম কমেছে ৮৩টির। ১৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স শূন্য দশমিক ৪৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৩ পয়েন্টে অবস্থান করছে। প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে     লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬০১ কোটি ২৬ টাকা। আগের দিন হয়েছে ৫৯১ কোটি ৭৬ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৯ কোটি ৫০ লাখ টাকা। টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ১৩ লাখ টাকার। ২০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির       এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৪  লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর