বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পিঁয়াজ আছে ক্রেতা নেই দাম কমেছে আরও

নিজস্ব প্রতিবেদক

পিঁয়াজ আছে ক্রেতা নেই দাম কমেছে আরও

রাজধানীর মিরপুরের কাঁচাবাজারে এক বিক্রেতা চার পদের পিঁয়াজ সাজিয়ে বসে আছেন। এর কোনোটা দেশি, কোনোটা ভারতীয় আবার কোনোটা চীনা। মুড়িকাটা নামের আরেক পদের আগাম জাতের পিঁয়াজ এসেছে বাজারে। এর একেকটার আবার একেক দাম। হরেক দামের হরেক পিঁয়াজে বাজার ছেয়ে গেলেও সে তুলনায় ক্রেতা পাওয়া যাচ্ছে না। ফলে তরতর করে বেড়ে যাওয়া পণ্যটির দাম তরতর করেই কমে যাচ্ছে। কারণ একটাই। দাম বাড়ায় এই মসলাজাতীয় পণ্যটি ব্যবহারে বিমুখ হয়েছেন ভোক্তা সাধারণ।

ঢাকার শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, যে হারে দাম বেড়েছিল, সে হারেই দাম কমছে। নতুন পিঁয়াজ বাজারে আসতে শুরু করায় দুয়েকদিনের মধ্যে আরও দাম কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকাল শ্যামবাজারে পাইকারিভাবে দেশি পিঁয়াজ (পুরনো) প্রতি কেজি ১৫০ টাকা, আমদানিকৃত ভারতীয় পিঁয়াজ ১২০ টাকা, চীনা ১১০ টাকা এবং নতুন মুড়িকাটা পিঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। নতুন মুড়িকাটা পিঁয়াজের সরবরাহ বাড়ায় পণ্যটির দাম দ্রুত কমছে বলে জানান ব্যবসায়ীরা। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, সরবরাহ বাড়ার পাশাপাশি দাম কমলেও পিঁয়াজ বিক্রি হচ্ছে না। আগের দিনের তুলনায় গতকাল পণ্যটি অর্ধেকও বিক্রি করতে পারেননি তিনি। তার দাবি, দাম বাড়ার কারণে ভোক্তারা ব্যবহার কমিয়ে দিয়েছেন। দাম কমলে পরে কিনবেন সেই আশায় আছেন অনেকে। ফলে বাজারে পিঁয়াজের সরবরাহ বাড়লেও ক্রেতা মিলছে না। 

ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করেননি : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, পিঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা সরকারকে সহযোগিতা করেননি; বরং এ সময়ে তারা পণ্য হাতবদলের মাধ্যমে দফায় দফায় দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে তুলেছেন। গতকাল অধিদফতরে পিঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে সভায় ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি। এর দায় ব্যবসায়ীদের নিতে হবে বলেও মন্তব্য করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক। বাজারে পিঁয়াজের দাম বাড়ার জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা পরস্পরকে দোষারোপ করেন। সভায় উপস্থিত পাইকারি ব্যবসায়ীরা বলেন, তারা প্রতি কেজি পিঁয়াজ ১১০ টাকা বিক্রি করলেও খুচরা ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করেন। অপরদিকে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেওয়ার ফলে খুচরা পর্যায়ে পিঁয়াজের দাম বেড়ে  গেছে।

সর্বশেষ খবর