বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
মামলা দায়ের

স্বজনদের কাছে চার ইউপিডিএফ সদস্যের লাশ হস্তান্তর

খাগড়াছড়ি প্রতিনিধি

পানছড়ি উপজেলার লোগাং ইউপির অনিল পাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত চার ইউপিডিএফ সদস্যের লাশ গতকাল খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাশ হস্তান্তরের সময় লোগাং ইউপি, চেঙ্গী ইউপিসহ পানছড়ি উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। লাশ নিজ গ্রামে পৌঁছালে ইউপিডিএফসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে  পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ঘটনায় নিহত বিপুল চাকমার চাচা নির্মল চাকমা বাদী হয়ে পানছড়ি থানায় হত্যা মামাল দায়ের করেছেন। এতে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। এদিকে এ হত্যার প্র্রতিবাদে ইউপিডিএফ ১৮ ডিসেম্বর পুরো জেলায় সড়ক অবরোধ ও ১৫ ডিসেম্বর থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত পানছড়ি বাজার বয়কটের ঘোষণা দিয়েছেন। একইভাবে ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলায় সাধারণ ধর্মঘট পালন করা হবে। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  উল্লেখ্য, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে হঠাৎ প্রতিপক্ষ গুলি করে চারজনকে হত্যা করে। নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২), জেলা সহসভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি সুনীল ত্রিপুরা (১৮) ও ইউপিডিএফের সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা (৪৯)। এ ছাড়াও ইউপিডিএফের দাবিকৃত নিখোঁজ তিন নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা, প্রকাশ ত্রিপুরার এখনো খোঁজ মেলেনি।

সর্বশেষ খবর