বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঘন কুয়াশায় ঢাকার ফ্লাইট কলকাতায়

নিজস্ব প্রতিবেদক

শীত জেঁকে বসেছে দেশের উত্তর ও পশ্চিমের জেলাগুলোতে। আজ পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা কমে যেতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে দিনে শীত বাড়ার কোনো পূর্বাভাস নেই। এদিকে গত কয়েকদিন ধরেই মধ্য রাত থেকে ঘন কুয়াশায় ঢাকছে পুরো দেশ। কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুটি যাত্রীবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। সকাল ৮টার পর ডাইভার্টেড ফ্লাইটগুলো ফিরে আসা শুরু করে। একই কারণে আগের দিন নামতে পারেনি ১১টি ফ্লাইট। নদী অববাহিকা এলাকাগুলোও ছিল কুয়াশার চাঁদরে ঢাকা। ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ডিগ্রি সেলসিয়াসের কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে। শুক্রবার দিবাগত রাতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ খবর