শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

কুকুরের মাংস বিক্রির ঘটনায় গ্রেফতার চারজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার খালিশপুরে কুকুরের মাংস বিক্রির ঘটনায় গ্রেফতার চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল তেরখাদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রিয়ংকর কুন্ডু বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন-২০১৯-এর ৭ ধারা ও নিরাপদ খাদ্য আইন-২০১১-এর ৩৪ ধারায় মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। বিচারক মো. শরীফ হোসেন হায়দার মামলাটি আমলে নিয়ে প্রথম দিনে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠান। মামলায় কিশোর অপরাধী থাকায় পরবর্তী শুনানির দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসামিরা    হলেন আবু সাইদ (৩৭), স্কুলছাত্র মো. তাজ (১৬), মো. সিয়াম (১৬) ও প্রেম সরদার (১৬)।

এর মধ্যে আবু সাঈদ কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে কম দামে পথে-ঘাটে বিক্রি করতেন।

 বিভিন্ন হোটেলেও কম দামে এ মাংস সরবরাহ করত চক্রটি। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে পরিত্যক্ত ভবন থেকে জবাই করা কুকুরসহ ওই চারজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা প্রায় দেড় মাস ধরে ওই স্থানে কুকুর জবাই করে মাংস বিক্রি করছেন বলে পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে জবাই করা একটি কুকুর, কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর