শিরোনাম
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রবিশঙ্কর ও হ্যারিসনের সেই কনসার্ট

প্রতিদিন ডেস্ক

রবিশঙ্কর ও হ্যারিসনের সেই কনসার্ট

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত ঐতিহাসিক এক কনসার্টের নাম ছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। কনসার্টে ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে বাংলাদেশের জন্য বাজালেন সেতার সম্রাট রবিশঙ্কর, সরোদ সম্রাট ওস্তাদ আলী আকবর খাঁ, তবলার কিংবদন্তি শিল্পী আল্লারাখা খাঁ। তার পর একে একে গান গাইলেন বিটলসের জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার, লিওন রাসেল, বিলি প্রিস্টন আর কিংবদন্তি গায়ক বব ডিলান। কিংবদন্তি গিটারিস্ট এরিক ক্ল্যাটনও গিটার বাজিয়েছিলেন। সব শেষে জর্জ হ্যারিসন গাইলেন তাঁর সেই বিখ্যাত গান ‘বাংলাদেশ’। সুরের মূর্ছনায় বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা বিশ্ববাসীকে প্রথম জানান দিয়েছিলেন রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। একাত্তরে বাংলাদেশে পাকিস্তানিদের পৈশাচিকতা দেখে শিল্পী রবিশঙ্কর ঠিক করলেন, কিছু করতে হবে তাঁকে। তাঁর বন্ধু বিখ্যাত বিটলস ব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনও এতে সায় দেন। পাঁচ সপ্তাহের মধ্যে কনসার্ট ফর বাংলাদেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়। জর্জ হ্যারিসন প্রথমে তাঁর প্রাক্তন দল দ্য বিটলসের সদস্যদের যোগ দিতে বলেন। পল ম্যাকার্টনি অবশ্য সরাসরি অস্বীকৃতি জানান, কারণ তখন মূলত দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। জন লেনন অনুষ্ঠানে আসতে রাজি ছিলেন কিন্তু তিনি সে সময় আদালতে তাঁর সন্তানের ব্যাপারে স্ত্রী ইয়োকো ওনোর সঙ্গে আইনি লড়াই চালাচ্ছিলেন বলে শেষ পর্যন্ত আসতে পারেননি। আর মিক জ্যাগার তখন ছিলেন দক্ষিণ ফ্রান্সে। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তাঁর পক্ষেও আসা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বিটলসের একমাত্র রিঙ্গো স্টার তাদের সঙ্গে যোগ দিতে সক্ষম হন। সঙ্গে আরও যোগ দেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, হ্যারিসনের নতুন দল ব্যাড ফিঙ্গারের যন্ত্রী দল ও আরও অনেকে। কনসার্ট ফর বাংলাদেশ থেকেই নিরস্ত্র বাঙালিদের নৃশংসভাবে হত্যাযজ্ঞ বাস্তবে উপস্থাপন করেন তাঁরা। এ কনসার্টের একটি শ্রেষ্ঠ বিক্রীত লাইভ অ্যালবাম, একটি বক্স-থ্রি রেকর্ড সেট এবং অ্যাপল ফিল্মসের কনসার্টের তথ্যচিত্র নিয়ে ১৯৭২ সালের বসন্তে চলচ্চিত্রাকারে প্রকাশ করা হয়। এ অনুষ্ঠানের গানের একটি সংকলন কিছুদিন পরই ১৯৭১ সালে বের হয় এবং ১৯৭২ সালে এ অনুষ্ঠানের চলচ্চিত্রও বের হয়। কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ থেকে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২ কোটি ৪৩ হাজার ৪১৮.৫১ মার্কিন ডলার। এই অর্থ ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।

সর্বশেষ খবর