রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৫৩ দিন পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত ও মৃত্যু রেকর্ড ছাড়িয়েছে। গতকাল ১৫৩ দিন পর ডেঙ্গু মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। তবে এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন, ঢাকার বাইরের হাসপাতালে ১২৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৯৮২ জন। এ পর্যন্ত ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৬৭৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৮০ জন। প্রথমবার ঢাকার বাইরে সারা দেশে ডেঙ্গুজ্বরে এত সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখেছে দেশ। সাধারণত জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়। কিন্তু এ বছর ডিসেম্বরেও থেমে নেই ডেঙ্গুর থাবা।

 

সর্বশেষ খবর