বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন বানচালের অপচেষ্টা রোধের আহ্বান ৯১ বিশিষ্ট নাগরিকের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে দেশের সচেতন নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ৯১ বিশিষ্ট নাগরিক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত গণসমাবেশ থেকে বিএনপির নেতা-কর্র্মীরা নাশকতা শুরু করেছে। ওইদিন এক পুলিশ সদস্যকে হত্যা, বিচারপতির বাসভবনে ও হাসপাতালে হামলা চালানো হয়। পরবর্তী সময়ে বাসের ভিতর ঘুমন্ত শ্রমিককে পুড়িয়ে হত্যা, বিপুল সংখ্যক যানবাহনে ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর, গাজীপুরে রেললাইনের ফিসপ্লেট উপড়ে ফেলে এক যাত্রীর প্রাণহানি এবং গতকাল তেজগাঁওয়ে রেলের বগিতে আগুন দিয়ে চার যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচির নামে এ ধরনের নাশকতা করে একটি চিহ্নিত মহল নির্বাচন বানচাল করে দেশে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। দুর্বৃত্তদের এ ধরনের নৃশংসতা মেনে নেওয়া যায় না। আসন্ন নির্বাচনে দেশের সব নাগরিককে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারা দেশে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উৎসব শুরু হয়েছে। রাজনীতির আড়ালে সক্রিয় উন্নয়ন ও প্রগতিবিরোধী অপশক্তিদের বিরুদ্ধে সচেতন নাগরিকদের সোচ্চার হওয়া একান্ত প্রয়োজন। বিবৃতিতে স্বাক্ষরকারী উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, নাসিমা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান, সাবেক আইজিপি নুরুল হুদা, ড. হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত লে. জেনারেল (অব.) আবদুল ওয়াদুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সচিব পবন চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর