বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচনি সহিংসতা চলছেই

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

প্রতিদিন ডেস্ক

নির্বাচনি প্রচারণা জমে উঠতে না উঠতেই বিভিন্ন স্থানে শুরু হয়েছে একের পর এক হামলার ঘটনা। গতকাল নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোর : নাটোর-৪ আসনে গতকাল হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নাজিরপুর বাজারের ময়েজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ও খালেক মোল্লার ছেলে সিরাজুল ইসলাম। নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন প্রয়াত সংসদ সদস্যের ছেলে আসিফ আবদুল্লা বীন কুদ্দুস শোভন। রবিবার সন্ধ্যায় শোভনের একটি কর্মিসভা হচ্ছিল নাজিরপুর বাজারে। এতে যোগ দিতে নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শাহ আসছিলেন। পথে ইউনিয়ন পরিষদের সামনে তার ওপর অতর্কিত হামলা চালানো হয় ইউপি সদস্য আলমের নেতৃত্বে। এ ঘটনায় মামলা হয়। গতকাল অভিযুক্ত আসামিরা জামিনে বেরিয়েই গোডাউন মোড়ে শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই শরিফুলের বাম পা ভেঙে যায় এবং সিরাজুল ইসলামের ডান পা ও বাম হাত ভেঙে যায়। আহত শরিফুল ইসলাম জানান, তিনি গোডাউন মোড় দিয়ে নাজিরপুর বাজারে যাচ্ছিলেন। তখন নৌকা প্রার্থী ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রামাণিকের সমর্থক ইউপি সদস্য আলমের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন জানান, ঘটনা তদন্ত করে অভিযুক্তদের নামে মামলা রুজু করে দ্রুত গ্রেফতার করা হবে।’ সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার জানান, ‘খবর পেয়ে ঘটনস্থালে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।’ স্বতন্ত্র প্রার্থী আসিফ আবদুল্লাহ বীন কুদ্দুস শোভন বলেন, ‘তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য একের পর এক হামলা চালানো হচ্ছে।’ এ বিষয়ে বর্তমান সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী মুঠোফোনে বলেন, ‘তার কোনো সমর্থক এমন কাজ করতে পারেন না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।’

কুমিল্লা : কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুল হক এমপির সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে এ সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়েছেন।

জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বর সড়কে এ ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক মিঠু মিয়া ও ফারুক হোসেন আহত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর