বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বতন্ত্র ঠেকাতে মরিয়া নৌকার প্রার্থী

ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, সারা দেশে জমজমাট নির্বাচনি প্রচার

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ঠেকাতে মরিয়া নৌকার প্রার্থী

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার মাঠে ব্যস্ততা শুরু হয়েছে প্রার্থীদের। আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট চাচ্ছেন। একই সঙ্গে মাঠে রয়েছেন জাতীয় পার্টি, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের অঙ্গীকার। বিভিন্ন এলাকার অলি-গলিতে এখন উৎসবের আমেজে নির্বাচনি প্রচার চলছে। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা নির্বাচনি গণসংযোগ চালিয়েছেন।

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সোলাইমান সেলিম লালবাগ এলাকায় গণসংযোগ করেছেন। একই আসনের জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রচারণা চালিয়েছেন। ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ক্যান্টনমেন্ট বালুরঘাট এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল ও স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন। ঝিগাতলা এলাকায় ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস গণসংযোগ করেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫৩, ৫৪ ও ৫৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা ধোলাইপাড় এলাকায় গণসংযোগ করেন। একই আসনে তৃণমূল বিএনপির প্রার্থী মো. রফিকুল ইসলাম গণসংযোগ করেন। ঢাকা-১৮ আসনের জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদের উত্তরা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পক্ষে মাঠে ছিলেন স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরী। তিনি পল্টন, মতিঝিল ও কাকরাইল এলাকায় গণসংযোগ করেন।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম মোহরা এলাকায় কেটলি প্রতীকের সমর্থনে গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, নারী সমাবেশ করেছেন। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম, নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুও প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। চট্টগ্রাম-১ আসনের নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে গণসংযোগ করেন।      

চট্টগ্রাম-১১ আসনের নৌকার প্রার্থী এম এ লতিফ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া চট্টগ্রাম-২ আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব, মোমবাতি প্রতীকের মুহাম্মদ হামিদ উল্ল্যাহ, চট্টগ্রাম-৬ আসনের নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১২ আসনের নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোমবাতি প্রতীকের এম এ মতিন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবসহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন।

নওগাঁ প্রতিনিধি : হাই কোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়ে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এইচ এম আখতারুল আলম ভোটের মাঠে প্রচারে নেমে পড়েছেন। একই আসনে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার ও জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বাঞ্ছারামপুরের ফরদাবাদ ইউনিয়নের নিজ কান্দি গ্রামে উঠান বৈঠক করেন।

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান ভূইয়া প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন গণসংযোগ করে যাচ্ছেন। গতকাল উপজেলার ভূলতা ইউনিয়নের গাউছিয়া মার্কেটগুলোর পাঁচ শতাধিক দোকানদার ও ব্যবসায়ীর সঙ্গে গণসংযোগ করেন। নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-৩ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী ডাক্তার বাদশা আলমগীর জলঢাকা উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান সদর উপজেলার টেঙ্গাখালী, মাধবপুর, হাজিপুর, ফুলবাড়ি, আলাইপুর, আলমখালী বাজার, ইছাখাদা বাজার, বাল্য, দক্ষিণ মির্জাপুর, বাগেরহাট বাজার, রাজিবের পাড়া ও কাটাখালী এলাকায় পথসভা করেন। বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় সদর উপজেলার বেমরতা ও কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ, পথসভা ও জনসভা করে গণসংযোগ করেন।

জামালপুর প্রতিনিধি : জামালপুর-২ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং মহল্লায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে লাঙলের প্রতীকে ভোট চেয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন সদর উপজেলার আকচা ইউনিয়নে গণসংযোগ করেন। নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-১ আসনে আওয়ায়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠক করেন। নোয়াখালী-৪ আসনে আওয়ায়ামী লীগের নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনি পথসভা করেন। বরিশাল : বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মিছিল এবং গণসংযোগ করেছেন নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর