বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
দখল দূষণ অবৈধ স্থাপনা

মৃতপ্রায় নদনদী ঝিনাইদহে

ঝিনাইদহ প্রতিনিধি

মৃতপ্রায় নদনদী ঝিনাইদহে

দখল, দূষণ আর অবৈধ স্থাপনায় মরতে বসেছে ঝিনাইদহের নদনদী। কোথাও নদীর পাড়, কোথাও তলদেশ পর্যন্ত দখল করা হয়েছে। নদীপারে গড়ে তোলা হয়েছে বড় বড় ভবন। নদীর মধ্যে কাটা হয়েছে গভীর পুকুর। কোথাও মাঝ নদীতে চলছে চাষাবাদ। নদীর আশপাশের বাসিন্দারা ময়লা-আবর্জনা ফেলে ভরাট করে ফেলছে। অনেক এলাকা দেখে এখন আর বোঝার উপায় নেই এখানে  একদিন নদী ছিল। দুই পারের পরিবারগুলো নদীতে বর্জ্য ফেলে পানি দূষিত করছে। এতে বাতাসে রোগজীবাণু ছড়াচ্ছে। দূষণে হারিয়ে গেছে অনেক দেশি প্রজাতির মাছ। কয়েক দশকে চিত্রা নদীর ঝিনাইদহ অংশের বেশির ভাগ জায়গা বেদখল হয়ে গেছে। প্রকাশ্যে নদী দখলের প্রতিযোগিতা চললেও প্রশাসনিকভাবে তাৎক্ষণিক কোনো বাধা দেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ড চিত্রাসহ জেলার গুরুত্বপূর্ণ নদনদী রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তথ্যমতে, ঝিনাইদহের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে চিত্রা নদী। এ নদীটি চুয়াডাঙ্গার দর্শনার নিম্নস্থল থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ-পুব দিকে ঝিনাইদহে প্রবেশ করেছে। নদীটি আরও দক্ষিণ-পুব দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ হয়ে মাগুরার শালিখায় গিয়ে নবগঙ্গা নদীতে মিশেছে। ১৭০ কিলোমিটার দীর্ঘ নদীটি ঝিনাইদহের অংশে প্রায় ৪৩ কিলোমিটার। একসময় এ নদীতে লঞ্চ-স্টিমার চলত। ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চিত্রা ব্যবহার হতো। নদীর ঘাট ঘিরে গড়ে ওঠে কালীগঞ্জ শহর, গান্না, চাপরাইল, মঙ্গলপোতাসহ বেশ কয়েকটি বাজার। বর্তমানে নদীটি দখলে অনেক স্থান অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে। কালীগঞ্জের বাসিন্দা মনিরুল ইসলাম জানান, ১৫-২০ বছর আগেও নদীতে প্রবল স্রোত ছিল, এখন মৃত খালে পরিণত হয়েছে। সদর উপজেলার গান্না এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি গান্না বাজারের কাছে নদীর মধ্যে পুকুর কাটেন। তিনি মারা যাওয়ার পর পরিবারের লোকজন সেটি দখলে রেখেছে। এ রকম পুকুর আছে আরও অনেকের। কোটচাঁদপুরের তালসার এলাকায় দেখা গেছে অনেকে নদীর মধ্যে ধান চাষ করছেন। ওপরের জমির মালিক তিনি, তাই নিচের জমিও তারই দখলে। নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শিবুপদ বিশ্বাস জানান, চিত্রা, বেগবতী, কুমার, নবগঙ্গাসহ জেলার অধিকাংশ নদনদী ক্ষমতাসীনদের ছত্রছায়ায় দখল করে স্থাপনা, পুকুর আর ভবন নির্মাণ করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায় জানান, জেলার নদনদী অবৈধ দখলদারের একটা তালিকা তৈরি হয়েছে। তাদের উচ্ছেদে পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর