বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভাগাভাগির নির্বাচন হলে সংকটে পড়বে দেশ : কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

ভাগাভাগির নির্বাচন হলে সংকটে পড়বে দেশ : কর্নেল অলি

এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এটা শুধু রাজনৈতিক দলগুলোর সমস্যা নয়, বরং গোটা দেশ ও জাতির সমস্যা। ঐক্যবদ্ধভাবে এ সমস্যার মোকাবিলা করতে হবে।

নইলে দেশ গৃহযুদ্ধের দিকে বা রক্তপাতের দিকে যাবে। গতকাল বিকালে এলডিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. অলি আহমদ বলেন, ক্ষমতাসীনরা তাদের অবৈধ কর্মকান্ড জায়েজ করার জন্য যেনতেনভাবে ফের ক্ষমতার দখল নিতে চায়। আমরা চাই জনগণের ভোট প্রদান নিশ্চিত করতে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তিনি বলেন, দুর্নীতি, অন্যায় ও অবিচারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলবে।

এতে দেশ ও জনগণ উপকৃত হবে না। বরং এই ভাগাভাগির নির্বাচনের কারণে দেশ ও জনগণ এক গভীর সংকটে পড়বে। ক্ষমতালোভীদের আশা-আকাক্সক্ষা পূরণ হবে। এ নির্বাচন কখনো গণতন্ত্র নিশ্চিত করবে না। এ সময় সরকারের পদত্যাগসহ এক দফা এবং তফসিল বাতিলের দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন অলি। তিনি ২১, ২২ ও ২৩ ডিসেম্বর লিফলেট বিতরণ এবং ২৪ ডিসেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।

সর্বশেষ খবর