বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাটোরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে রিমা খাতুন নামে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনার সময় পাশে দাঁড়িয়ে থাকা রিমা খাতুনের চার বছর বয়সী ভাতিজি মাইমুনার শরীরের কিছু অংশ ঝলসে যায়। গতকাল রাত সাড়ে ৯টার দিকে লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোহাম্মদ জিয়ার (২৫) সঙ্গে দুড়দুড়িয়া নতুনপাড়া গ্রামের রান্টু আলীর মেয়ে রিমা খাতুনের (২২) বিয়ে হয়। পরে মাদক মামলায় স্বামীর জেল হলে গত চার মাস আগে জিয়াকে তালাক দেয় রিমা। বেশ কয়েকদিন আগে জামিনে বের হয়ে গতকাল কথা বলতে এসে রিমাকে অ্যাসিড নিক্ষেপ করে জিয়া। এতে রিমার পাশে দাঁড়িয়ে থাকা তার চাচাতো ভাইয়ের চার বছরের শিশু কন্যা মাইমুনার শরীরের কিছু অংশও অ্যাসিডে ঝলসে যায়।

 তাদের চিৎকারে অন্যরা এগিয়ে এলে পালিয়ে যায় জিয়া। পরে আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তারা একটু সুস্থ হলে জবানবন্দি নিয়ে মামলা রেকর্ড করা হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সর্বশেষ খবর