বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

তরমুজ খেতে দুই চিত্রাহরিণ উদ্ধার

চিতাবাঘ পিটিয়ে হত্যা

নীলফামারী ও গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

তরমুজ খেতে দুই চিত্রাহরিণ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় লোকালয়ে ধরা পড়েছে দুটি চিত্রাহরিণ। হরিণ দুটি উদ্ধার করে আবার বনে অবমুক্ত করতে কাজ করছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। জানা যায়, গতকাল ভোর ৬টায় উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম গাজীর বাড়ির পাশে একটি হরিণ আটক করেন তরমুজ খেতের শ্রমিকরা। অন্যটি ধরা পড়ে চর আগস্তি সেলিম বিশ্বাসের বাড়ি। হরিণ দুটি দেখতে উৎসুক মানুষ বাড়িতে ভিড় করে। পরে স্থানীয় সিপিপি সদস্য ও অভিযাত্রিক ফাউন্ডেশনের সদস্য মো. আল-আমিন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালকে অবহিত করেন। ইউএনও তৎক্ষণাৎ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগ, অ্যানিমল লাভারস পটুয়াখালীর সদস্যদের ঘটনাস্থলে পাঠান।

নীলফামারীতে চিতাবাঘ পিটিয়ে হত্যা : নীলফামারীর কিশোরগঞ্জে একটি চিতাবাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পরে তারা মৃত বাঘটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাগুরা এলাকার আকালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সকালে ওই চিতাবাঘের আক্রমণে শিশুসহ চারজন আহত হয়। আহতরা হলো মাগুরা ইউনিয়নের বুলেট মিয়া (২৮), ফেরদৌস আলম (৩৫), নায়েব আলী (৪০) ও উত্তরপাড়া গ্রামের জান্নাতুল (৮)।

সর্বশেষ খবর