বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সৌদিতে খুন

বাংলাদেশি দুই পরিবার পেল ৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে খুনিদের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পেল ভুক্তভোগী দুটি বাংলাদেশি পরিবার। সৌদি আরবে কোনো বাংলাদেশির অনুকূলে এটাই সর্বোচ্চ ‘ব্লাডমানি’ বা ‘রক্তপণের’ বিনিময়ে ক্ষতিপূরণ আদায় বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

গতকাল দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর মধ্যস্থতায় ওই দুই বাংলাদেশি পরিবারের অনুকূলে ক্ষতিপূরণের টাকা আদায় করা হয়।

২০১৯ সালে রিয়াদে খুন হওয়া একটি বাসার গৃহকর্মী আবিরন বেগমের পরিবারের জন্য পাঠানো হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার রিয়াল। ২০০৬ সালে নিহত সাগর পাটোয়ারীর পরিবার পাবে ৫১ লাখ সৌদি রিয়াল। এখন প্রতি রিয়ালের দর ২৯ টাকার বেশি। এ হিসাবে আবিরনের পরিবার পাবে ১৪ কোটি ১০ লাখ টাকার বেশি, সাগরের পরিবার পাবে ১৪ কোটি ৮০ লাখ টাকার বেশি। সংবাদ বিজ্ঞপ্তিতে আবিরন ও সাগর হত্যার বিচার এবং ক্ষতিপূরণ প্রক্রিয়াও তুলে ধরা হয়েছে।

সর্বশেষ খবর