শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৫ কোটি টাকার হেরোইনসহ বাবা ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরআষাঢ়িয়া এলাকা থেকে প্রায় ৫ কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে র‌্যাব। বুধবার ভোরে রাজশাহী র‌্যাব-৫-এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার এবং বাবা ও ছেলেকে আটক করে। গতকাল বিকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক মাদক ব্যবসায়ীরা হলেন গোদাগাড়ী উপজেলার চরহনুমন্তনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৪৪) ও তার ছেলে জীবন আলী (১৭)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দুটি দল পদ্মা নদী পাড়ি দিয়ে চরহনুমন্তনগরে পৌঁছায়। র‌্যাবের এ দুটি দল কাজিম উদ্দিনের বাড়ি ঘেরাও করে কাজিম উদ্দিন ও তার ছেলে জীবন আলীকে আটক করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে বাড়ির ভিতরের বাথরুমে কীটনাশক স্প্রে মেশিনের ভিতর অভিনব কায়দায় রাখা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়াও কাজিম উদ্দিন খড়ের স্তূপের মধ্য অভিনব কায়দায় রাখা ৫ কেজি হেরোইন বের করে দেন। উদ্ধার হোরোইনের মূল্য প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা। র‌্যাব জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা বাবা ও ছেলে সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। কাজিম উদ্দিন মাদকের চালান সংগ্রহ করা ও অন্যান্য মাদক ব্যবসায়ীদের সব ধরনের হিসাব-নিকাশের কাজ করতেন।

সর্বশেষ খবর