শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছুটির দিনে জমজমাট প্রচারণা

প্রার্থীদের সভা-সমাবেশ, কুশলবিনিময়, মতবিনিময়, কবর জিয়ারত গণসংযোগ, লিফলেট বিতরণসহ নানা কর্মযজ্ঞে সর্বত্র মুখরিত

নিজস্ব প্রতিবেদক

ছুটির দিনে জমজমাট প্রচারণা

সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সাঈদ খোকন -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গত সোমবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও গতকালই হেভিওয়েট প্রার্থীরা ভোটের মাঠে নামেন। গতকাল ছুটির দিন হওয়ায় রাজধানীসহ সারা দেশের প্রার্থীরাই মাঠে ছিলেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় পার্টি, স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সবার কাছে ভোট চাচ্ছেন এবং উন্নয়নের অঙ্গীকার করছেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দলীয় প্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক পথসভায় যোগদান করেন তিনি। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম শান্তিনগর বাজার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ইস্কাটন সোহাগ কমিউনিটি সেন্টারে, টুইন টাওয়ার, কনকর্ড

সোসাইটি এবং মার্কেটে বিভিন্ন কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। ঢাকা-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম কেরানীগঞ্জের কালিন্দিতে নির্বাচনি জনসভাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল নির্বাচনি এলাকার বোটানিক্যাল গার্ডেন, মিরপুর-৭ রাইন খোলা জামে মসজিদ, জাতীয় গৃহায়ণ হাউজিং জামে মসজিদ, কল্যাণপুর পোড়াবস্তি এলাকা, রয়েল সিটি এলাকা, নূর হোসেন টাওয়ার এলাকায় গণসংযোগ করেন। একই সঙ্গে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন নির্বাচনি এলাকার নোয়ারবাগ ৮ নম্বর ওয়ার্ড, দক্ষিণ বিশিল গণসংযোগ করেন।

ঢাকা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সজল নির্বাচনি এলাকার ধনিয়া, মুসলিমনগর, খানকা শরিফ, ৬০, ৬২, ৬৬ ও ৬৯ নম্বর ওয়ার্ড, সারুলিয়া, ডেমরা এলাকায় গণসংযোগ করেন। একই সঙ্গে ওই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন নির্বাচনি এলাকার ৬৫, ৬৭ ও ৬৮ ওয়ার্ডে গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ করেন। মহাখালী কাঁচাবাজার থেকে ওয়্যারলেস টিভি গেট ও ৭ তলা পর্যন্ত গণসংযোগ করেন ঢাকা-১৭ আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক। ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী সিআইপি কেটলি মার্কা নিয়ে নির্বাচনি এলাকার উত্তরখানের তালতলা, সাহেরটেক, রাজাবাড়ি, বড়বাগ, মাস্টারপাড়া, চাঁনপাড়া, মুন্ডা মুক্তার মার্কেট, মৈনারটেক বাজার, কুমুদখোলা তেরমুখ, উজামপুর, মাউছাইদ, চামুরখান মোড়, হেলাল মার্কেট, মাদারবাড়ী, গাজীপাড়া ও ফৌজির বাতানের এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের শিয়া মসজিদ রোড, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় নির্বাচনি প্রচারণা করেন।

ঢাকা-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম আলী মুরাদপুর, জুরাইন, আলমবাগ এলাকায় গণসংযোগ করেন। একই সঙ্গে ওই আসনের জাতীয় পার্টির প্রাথী সৈয়দ আবু হোসেন বাবলা কদমতলী থানার ৫৮ নম্বর ওয়ার্ডের বরইতলায় নির্বাচনি সমাবেশ করেন। এরপর সন্ধ্যায় ৫৯ নম্বর ওয়ার্ডের মোহম্মদবাগ চৌরাস্তার মোড় থেকে গণসংযোগ করেন। ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাঈদ খোকন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনে গণফ্রন্ট প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমান রাজধানীর উলনে মতবিনিময় সভা করেছেন। ঢাকা-৭ আসনের লাঙ্গলের প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন পুরান ঢাকার লালবাগ, খাজি দেওয়ান, সিংলাল, হোসনি দালান, আলিয়া মাদরাসা, নিমতলা, ছোট কাটারা, মিটফোর্ড, রহমতগঞ্জ এলাকায় গণসংযোগ করেছেন। ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন।

কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহবুব-উল আলম হানিফ হরিপুর ইউনিয়নে নির্বাচনি প্রচারণা নিয়ে মাঠে নামেন। কুষ্টিয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু মিরপুর জাসদ কার্যালয়ে সামনে পথসভা করেন। শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম এনামুল হক শামীম নড়িয়া পৌরসভা প্রাঙ্গণে পথসভা করেন। সাতক্ষীরা-৩ আসনে ডা. আ ফ ম রুহুল হক নির্বাচনি মাঠে এলাকার উন্নয়ন চিত্র তুলে ধরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে গণসংযোগ করেন। নীলফামারী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান নূর সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়রে ছাইতোন তলা, কালীমন্দির ও কিছামত কানকিনি এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। নাটোর-৩ সিংড়া আসনের প্রার্থী জুনাইদ আহমেদ পলক সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লায় উঠান বৈঠক করেন। বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে আওয়ামী লীগের প্রার্থী জান্নাত আরা হেনরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে রয়েছেন। তিনি উঠান বৈঠক ও গণসংযোগ করেন। সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে ডা. আবদুুল আজিজ নৌকা প্রতীক নিয়ে গণসংযোগ করছেন। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) নৌকা প্রতীক নিয়ে শফিকুল ইসলাম শফি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন আবদুল মমিন মন্ডল। সিরাজগঞ্জ-৬ দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম নৌকা প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তার সঙ্গে পাল্লা দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হালিমুল হক মিরু ঈগল প্রতীক নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন। মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নতুনবাজার, সাহাপাড়া, দোয়ারপাড়, মিশনীপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনএমের প্রার্থী। গতকাল সদর আসনের নৌকার প্রার্থী আবদুল ওদুদ আলীনগর মহল্লায় দিনের প্রচারণা শুরু করেন। অন্যদিকে বিএনএমের প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আবদুল মতিন বিকালে শহরের দারিয়াপুরে নির্বাচনি গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং অপর দুই স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মু. গোলাম মোস্তফা বিশ্বাসও নিজের আসন ফিরে পেতে গণসংযোগ করছেন।

কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ ধামতি ইউনিয়নের দুয়ারিয়া আমিন উদ্দিন সরকার তালিমুল কোরআন মাদরাসা মাঠে উঠান বৈঠকে অংশ নেন। কুমিল্লা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলাম মনোহরগঞ্জে নির্বাচনি মতবিনিময় সভায় অংশ নেন।

রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহরিয়ার আলম বাঘা পৌর এলাকায় প্রচারণা চালিয়েছেন। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ পুঠিয়া উপজেলার ভাল্লুুকগাছী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তানোরের চান্দুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করেন। রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সর্বশেষ খবর