শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কালো কাপড় মুখে বেঁধে বাম জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

কালো কাপড় মুখে বেঁধে বাম জোটের বিক্ষোভ

সভা-সমাবেশের ওপর সংবিধানবিরোধী নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন জোটের নেতা-কর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ মার্ক্সবাদীর নেতা ডা. জয়দীপ ভট্টাচার্য, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী। সমাবেশে রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকার একতরফাভাবে আগামী ৭ জানুয়ারি যে পাতানো ‘আমি আর ডামি’ নির্বাচনের আয়োজন করেছে তা দেশকে  রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকটের দিকে নিয়ে যাবে। দেশকে ভয়ংকর পরিণতির হাত থেকে বাঁচাতে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নতুন তফসিলে নির্বাচন দিতে হবে। সভায় নেতৃবৃন্দ বলেন, ভোট চাওয়ার যেমন অধিকার আছে, ভোটে না যাওয়ার এবং তা বয়কট করার ও জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানোর অধিকার রাজনৈতিক দলগুলোর রয়েছে। নির্বাচন কমিশন সে অধিকার খর্ব করেছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আজ মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করছি। প্রহসনের নির্বাচন বয়কট করার জন্য জনগণের কাছে যাচ্ছি, যাব। ইতোমধ্যে সরকারদলীয় লোকজন আমাদের বাধা দিয়ে লিফলেট ছিনিয়ে নিয়েছে। একতরফা নির্বাচন করলে দেশে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে তা শামাল দেওয়ার ক্ষমতা সরকারের নাই।

সর্বশেষ খবর