শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় করা দুটি মামলায় তিনজনকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গতকাল ভোরে জয়পুরহাট সদরের নিশিরমোড় ও আক্কেলপুরের  জামালগঞ্জ এলাকা  থেকে তাদের গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন এ তথ্য জানান। গ্রেফতার তিনজন হলেন- জয়পুরহাট সদর উপজেলার নিশিরমোড় বনমালিপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), একই এলাকার ওয়াদুদ হোসেনের ছেলে অপু (২৪) এবং আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের রাজু আহম্মেদের ছেলে মমিন হোসেন (২৬)। ওসি মুক্তার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা মামলার এজাহারভুক্ত আসামি। গতকাল বিকালে তাদের জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ভোর সোয়া ৪টায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার পর পাঁচবিবি স্টেশনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে ট্রেনের কামরার সামান্য ক্ষতি হয়। পরের দিন এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়। গত ১৫ ডিসেম্বর রাত পৌনে ১২টায় পার্বতীপুরগামী উত্তরা মেইল ট্রেনটি জামালগঞ্জ রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার আগে চলন্ত ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়। এ সময় ট্রেনের ওই বগির কয়েকটি আসন পুড়ে যায়। জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছার পর ফায়ার সার্ভিস ও রেলস্টেশনের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর সান্তাহার রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। রেলওয়ে থানা-পুলিশ ট্রেনে নাশকতাকারীদের ধরতে মাঠে তৎপরতা শুরু করে। গতকাল ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। জয়পুরহাটের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় গতকাল থেকে পার্বতীপুর টু রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর