শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নতুন শিক্ষাক্রম ও নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নতুন শিক্ষা কারিকুলাম ও একতরফা নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে বায়তুল মোকাররম পর্যন্ত বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। দলটির নেতা-কর্মীরা নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে ‘নাস্তিক্য ও মেধাশূন্যতা’ প্রচার করার অভিযোগ করেন। তারা বলেন, নতুন কারিকুলামে ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ বাদ দেওয়া হয়েছে। এতে দেশের নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করে তোলা হবে।

এ ছাড়া তারা ৭ জানুয়ারির একতরফা নির্বাচনকে ‘অলাভজনক’ আখ্যায়িত করেন। তারা বলেন, সরকার বিরোধী দলগুলোকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করছে। বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর