রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণজাগরণের ঐতিহ্যবাহী নাট্য উৎসব শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

গণজাগরণের ঐতিহ্যবাহী নাট্য উৎসব শুরু

লোকসংস্কৃতির অন্যতম বিলুপ্তপ্রায় উপাদান নিয়ে শিল্পকলা একাডেমির আয়োজনে বৃহৎ পরিসরে শুরু হলো ‘গণজাগরণের ঐতিহ্যবাহী নাট্য উৎসব’। গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় আট দিনের এ উৎসব। উদ্বোধনী দিনে পরিবেশিত হয় ইসলাম উদ্দিন পালাকারের কিচ্ছাপালা ‘কমলা রানীর সাগর দিঘি’। আজ ‘সংযাত্রা’, পরিবেশন করবে টাঙ্গাইলের পালাকার শ্রী ভজন পাল। ২৫ ডিসেম্বর পরিবেশিত হবে চাঁপাইনবাবগঞ্জের শিল্পী লুৎফর সরকারের ‘আলকাপ’, ২৬ ডিসেম্বরে থাকছে দিনাজপুরের শিল্পী প্রতিভা পালাটিয়া ‘আপেল মাতাজির পূর্ণা কুটুম’। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় পরীক্ষণ থিয়েটার হলে চলবে উৎসবের কার্যক্রম। ৩০ ডিসেম্বর শেষ হবে আট দিনের এ উৎসব।

আলোচনা ও কবিতায় আসাদ চৌধুরী স্মরণ : আলোচনা ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কবি আসাদ চৌধুরীকে স্মরণ করেছে প্রকাশনা সংস্থা চন্দ্রছাপ।

শুক্রবার সন্ধ্যায় কাঁটাবন কবিতা ক্যাফেতে অনুষ্ঠিত হয় এ আয়োজন। অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি ও গবেষক ড. এম মূসা আহমেদ, সাহিত্যিক বেলায়েত হোসেন, চন্দ্রছাপ-এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক এস এম মোস্তফা কামাল, চন্দ্রছাপ সম্পাদনা প্রধান রেজাউল রেজওয়ান ও শাহরিয়ার অনি। স্মৃতিচারণ শেষে প্রয়াত আসাদ চৌধুরী স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন অমল কুমার বর্মণ, জমির উদ্দিন মিলন, নাসিমা বানু, রিংকু দেবনাথ, সুমাইয়া আক্তার, ইমরান খান, জান্নাতুল ফেরদৌস, কবি দীপক কুমার আঢ্য, হাশেম খান, মামুনুর রহমান, সঞ্চিতা      সরকার, সেলিনা জুসি, খায়রুন নেছা পলি, সাইফ সুমন, স্বপ্না খাতুন, তাহমিনা আকতার পাতা, সৌম্য প্রমুখ।

সর্বশেষ খবর