সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শুধু নারীর বেলায় যোগ্যতা দেখা হয়

---- খুশী কবির

শুধু নারীর বেলায় যোগ্যতা দেখা হয়

মানবাধিকার কর্মী খুশী কবির বলেছেন, সংসদ সদস্য নির্বাচনের মনোনয়ন দেওয়ার জন্য পুরুষ প্রার্থীদের যোগ্যতা দেখা হয় না, যোগ্যতা দেখা হয় শুধু নারী প্রার্থীদের ক্ষেত্রে। তাই মনোনয়ন পাওয়ার জন্য নারীদের সাহস করে এগিয়ে যেতে হবে। গতকাল  বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খুশী কবির বলেন, জাতীয় সংসদে নারী প্রতিনিধি বাড়াতে হলে মানসিকতার পরিবর্তন করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতায় মনে করা হয়, এসব বিষয়ে (সংসদে) কয়েকজন নারী থাকতে পারেন। কিন্তু সেখানে (সংসদে) নারীকে নারী হিসেবে না দেখে দেখা হচ্ছে সংসদ সদস্য হিসেবে।

খুশী কবির বলেন, আমাদের সংসদে যেসব নারী আছেন তারা যে ভূমিকা পালন করেন তা পুরুষদের চেয়ে অনেক ভালো। তিনি আরও বলেন, সংসদে নারী প্রতিনিধির সংখ্যা বাড়ানোর জন্য মানসিকতা পরিবর্তন করতে হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। তাই আমি বলব, নারী প্রার্থীরা যেন জোর দিয়ে বলতে পারেন তাদের মনোনয়ন দিতেই হবে। তাহলে সংসদে নারী সদস্য ৩৩ শতাংশ হতে পারে।

সর্বশেষ খবর