সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটারদের মন জয়ের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ভোটারদের মন জয়ের চেষ্টা

প্রচারে কামরুল ইসলাম, শফিকুর রহমান চৌধুরী ও আবদুস শহীদ -বাংলাদেশ প্রতিদিন

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। গ্রামগঞ্জের হাটবাজারে চায়ের কাপে উঠেছে ঝড়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীদের চলছে জমজমাট নির্বাচনি প্রচারণা। কেউ উঠান বৈঠকে অংশ নিচ্ছেন, আবার কেউ গণসংযোগ করছেন, কেউ আবার নির্বাচনি সভা করে ভোট চাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে।

গতকাল ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানীর টাউন হল মার্কেটসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সকালে আমতলা, বাগিচা মসজিদ, খিলগাঁও ঝিল মসজিদ, শাহজাহানপুর, রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন। বিকালে আইনজীবী, ব্যবসায়ী ও তবলিগ জামাতের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত মাটিকাটা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ এলিফ্যান্ট রোডে নির্বাচনি গণসংযোগ করেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম মহাম্মদবাগ, মিরাজনগর ও কদমতলী এলাকায় গণসংযোগ করেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল প্রতীকের পক্ষে জুরাইন খন্দকার রোড, তুলা বাগিচা, আলমবাগ, মুন্সিবাড়ী, ওয়াসা রোড, পাল পাড়া, ফরিদাবাদ, শহীদ নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মুহাম্মদ আবদুল হাকিম মোমবাতি প্রতীকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ৩৫-এর আওতাধীন দিলুরোড, নিউ ইস্কাটন রোড, গ্রিনওয়ে, উত্তর নয়াটোলা এবং পশ্চিম মগবাজার এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনে গণফ্রন্টের প্রার্থী শেখ মোস্তাফিজুর রহমান হাতিরঝিল সংলগ্ন মহানগর এলাকা, বনশ্রী, রামপুরা ডিআইটি রোড, আফতাবনগরসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন শেখ সাহেব বাজার, বংশাল, নাজিরা বাজার, নাজিম উদ্দীন রোড, চকবাজার এবং হোসনি দালান, চায়না বিল্ডিংয়ের গলি, দায়রা শরিফ, ইরাকি কবরস্থান এলাকায় গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। গতকাল দিনব্যাপী তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক, মুক্তিযোদ্ধা করিম সিকদার, অ্যাডভোকেট আ. ওহাবসহ অন্য মুক্তিযোদ্ধারা।

গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক কালিয়াকৈরের মৌচাক এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইশবাল হোসেন সবুজ রাজাবাড়ি ইউনিয়নে নির্বাচনি প্রচারণা করেন। গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকির পক্ষে ভোট চাইলেন তার ছোট ছেলে মাশরুর রহমান। গতকাল কালীগঞ্জ বাসস্ট্যান্ড ও বাজার, পূবাইল ও মিরের বাজার এলাকায় গণসংযোগ করেছেন। মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগের নূর-ই-আলম চৌধুরী দক্ষিণ বহেরাতলা ও কুতুবপুর ইউনিয়নের আরও কয়েকটি স্থানে জনসংযোগ ও পথসভা করেন।

রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী এলাকায়। রাজশাহী-২ আসনের ১৪ দলের প্রার্থী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গণসংযোগ করেছেন নগরীর তালাইমারী এলাকায়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান কাঁচি প্রতীকের প্রচারণা চালিয়েছেন নগরীর পাঠানপাড়া, দরগাপাড়া এলাকায়। রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণা চালিয়েছেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালিয়েছেন গোদাগাড়ী পৌর এলাকায়। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

কুষ্টিয়া-৩ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ শহরের পিটিআই রোডে নিজ বাসার সামনে থেকে গণসংযোগ শুরু করেন। পরে তিনি হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সভায় অংশ নেন। কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে ১৪ দলের নৌকা প্রতীকের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু  মিরপুর বাজারসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের জাপার প্রার্থী ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া উপজেলার দেওকল ইউনিয়নের গ্রামের বাড়িতে মতবিনিময় সভায় অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জে নির্বাচনি প্রচারণা চালান। স্বতন্ত্র দুই প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী ও  সৈয়দ নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান সকালে ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী আবদুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট, বটতরাহাট ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন এলাকায় প্রচারণা চালান।

অন্যদিকে বিএনএমের প্রার্থী সাবেক পৌর মেয়র মাওলানা আবদুল মতিন শহরের পাঠানপাড়া ও গোয়ালপাড়া এলাকায় গণসংযোগ করেন। ভোলা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহন উপজেলার ধোলীগৌর নগর ইউনিয়নের তালুকদার বাড়ি উপজেলা আওয়ামী লীগের উঠান বৈঠকে অংশ নেন। নারায়ণগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম লাঙ্গল প্রতীকে কাঞ্চন বাজার, কালাদি স্ট্যান্ড, নয়াবাড়ি স্ট্যান্ড, ইসলামপুর ও বিরাবো এলাকায় গণসংযোগ করেন। নীলফামারী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী রানা মোহাম্মদ সোহেল জলঢাকা উপজেলার মিরগঞ্জ হাটে নির্বাচনি প্রচারণায় অংশ নেন।

বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে ব্যাপক গণসংযোগ করেন। বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী  শেখ তন্ময় সকালে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায়  নৌকার পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা করে গণসংযোগ করেন। নড়াইল-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ এবং বিকালে পথসভায় বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেন।

সর্বশেষ খবর