সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সৌদি প্রবাসীর ৬৭ শতাংশই তরুণ

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, সৌদি আরবে কাজ করা ৬৭ শতাংশ বাংলাদেশিই তরুণ। এসব তরুণ সৌদি আরবে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন। গতকাল রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে ‘বাংলাদেশ ডিসাইডস : দ্য ইয়ুথ স্পিকস’ এর ট্রান্সফরমেটিভ ডায়ালগের পঞ্চম পর্ব অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম, হারনেট গ্রুপের উপদেষ্টা মনির প্রধান, হারনেট টিভি চেয়ারপারসন হোসনা প্রধান, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব ডেলিগেশন ড. বার্ল্ড স্পেনিয়ার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয় এনএসডিএর প্রধান সমন্বয়কারী আখতার হোসেন, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও এমডি জাভেদ আক্তার এবং লা মেরিডিয়ান ঢাকার পরিচালক তাসনুভা ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারনেট টিভি এবং হারনেট ফাউন্ডেশনের ফাউন্ডিং সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আলিশা প্রধান। বক্তারা দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, আমাদের আঙিনায় এ ধরনের প্রোগ্রামকে আমরা স্বাগত জানাই। তরুণরা আমাদের ভবিষ্যৎ। তরুণদের নিয়ে আমরা ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করব। প্রায় দেড় মিলিয়ন রোহিঙ্গাকে বাংলাদেশ সহযোগিতা করছে। সৌদি আরবের বাংলাদেশে বিভিন্ন ধরনের ৫২ প্রজেক্টের কাজ চলমান রয়েছে। সৌদি সরকার রোহিঙ্গাসহ বিভিন্ন হেলথ কেয়ার প্রজেক্ট, এডুকেশনে সহযোগিতা করছে। সৌদি আরব বিশ্বাস করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন হয়। প্রাইভেট সেক্টর সরকারকে সহযোগিতা করতে হবে। সৌদি আরবে সক্রিয়ভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে প্রমোট করে। সৌদি বাংলাদেশে অ্যানার্জি সেক্টরসহ বিভিন্ন সেক্টর উন্নয়নে কাজ করছে।

পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নিজেদের উন্নয়ন পাশাপাশি এবং বিশ্বকে এগিয়ে নেওয়া সম্ভব।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম বলেন, সম্পদ প্রাইভেট সেক্টরে তৈরি হয়। এ কারণে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গুরুত্বপূর্ণ।

‘বাংলাদেশ ডিসাইডস : দ্য ইয়ুথ স্পিকস’-এর ট্রান্সফরমেটিভ ডায়ালগের সমাপনী পর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছয়জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এ পর্বের বিষয়বস্তু হলো গ্লোবাল ডাইনামিকস : ফরেন এইড, অ্যান্ড ন্যাশনাল সভেরিগ্নিটি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অনুষ্ঠানটির অন্যতম সহযোগী মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন।

সর্বশেষ খবর