মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে

ডা. নজরুল ইসলাম

স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন১ সংক্রমণ ছড়াতে শুরু করেছে। প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের ৪১টি দেশে ছড়িয়েছে এ ভ্যারিয়েন্ট। দ্রুতগতিতে ছড়ানো এ ভ্যারিয়েন্ট দ্রুত আক্রান্ত করলেও মৃত্যুহারের ভয়াবহতা নিয়ে তথ্য মেলেনি। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে পুরনো অভ্যাস স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে। সাবান দিয়ে হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে। এখন অধিকাংশ মানুষের টিকা দেওয়া আছে। তাই ঝুঁকি অনেকটা কম। তবে যারা বিভিন্ন শারীরিক জটিলতা কিংবা রোগে ভুগছেন তাদের টিকা এবং স্বাস্থ্যবিধির ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ভারতের কেরালায় এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে মৃত্যুহার নিয়ে এখনো শঙ্কার কথা জানা যায়নি।

সর্বশেষ খবর