মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

উৎকণ্ঠা নয় সতর্কতা জরুরি

ডা. এ বি এম আবদুল্লাহ

উৎকণ্ঠা নয় সতর্কতা জরুরি

ইমেরিটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন১ সংক্রমণ ছড়াতে শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোতেও আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। তাই সতর্ক থাকতে হবে। তবে দ্রুত ছড়ালেও জটিলতা কম হচ্ছে। তাই উদ্বিগ্ন না হয়ে শারীরিক জটিলতা আছে কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এমন ব্যক্তিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ২০১৯ সালের ডিসেম্বর থেকে বিশ্বজুড়ে তাণ্ডব ছড়াচ্ছে করোনা। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত কয়েক দফা করোনার ঢেউ সামলেছে দেশ। করোনা সংক্রমণ প্রতিরোধে আমাদের অভিজ্ঞতা রয়েছে। তাই সবাইকে মাস্ক পরতে হবে। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। এখনো যারা টিকা নেন নি, তারা অবশ্যই টিকা নেবেন। যারা দুই ডোজ নিয়েছেন তারা বুস্টার ডোজ টিকা নিন। করোনাকে অবহেলা করার সুযোগ নেই। স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ এবং মৃত্যুঝুঁকি বেড়ে যাবে। এখন সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

সর্বশেষ খবর