মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটের ট্রেনে সরগরম দেশ

নিজস্ব প্রতিবেদক

ভোটের ট্রেনে সরগরম দেশ

ভোটের প্রচারে বঙ্গবীর কাদের সিদ্দিকী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, রেজাউল করিম তানসেন -বাংলাদেশ প্রতিদিন

ভোটের ট্রেনে প্রচারে সরগরম হয়ে উঠেছে গোটা দেশ। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ আসনে জমজমাট প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তারা। নির্বাচনের দিন স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানাচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে নিজ আসনকে স্মার্ট ও আধুনিক করে গড়ে তোলার মতো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে রিং রোড হয়ে তাজমহল রোডে গণসংযোগ করেন। কাকরাইল মোসাফির টাওয়ার, শান্তিনগর মোড়ে পথসভা, আনারকলি মার্কেটে পথসভা, রমনা কমপ্লেক্স আদদ্বীন হাসপাতাল এলাকায় পথসভা, মারুফ মার্কেট, মৌচাক মোড়ে গণসংযোগ, মালিবাগ মিনার মসজিদের সামনে, পিডব্লিউডি কলোনি এলাকায় পথসভা, গুলবাগ জামে মসজিদ এলাকায়, গণসংযোগ করেন ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী মো. খসরু চৌধুরী সিআইপি রাজধানীর দক্ষিণখানের আজমপুর রেল গেট কাঁচাবাজার, কেসি স্কুল মোড়, প্রেমবাগান, কসাইবাড়ি এলাকায় গণসংযোগ চালান। ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত নির্বাচনি এলাকার মালকোট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে নির্বাচনি প্রচার করেন।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল নির্বাচনি এলাকার মডেল একাডেমি স্কুল, মিরপুরের ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মুক্তবাংলা শপিং কমপ্লেক্স, গাবতলী, বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন নির্বাচনি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের নিজ এলাকায় এ ব্লক, ডি ব্লক, পানির টাংকি, ১১ নম্বর ওয়ার্ডে বৌবাজার উঠান বৈঠক, ১২ নম্বর ওয়ার্ডের জোনাকী রোডে উঠান বৈঠক, চিড়িয়াখানা রোডে গণসংযোগ করেন। যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্না। একই আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন ও মশিউর রহমান সজল বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচার চালান। ঢাকা-১১ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন বাড্ডা, গুলশান, রামপুরা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৬ আসনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নির্বাচনি এলাকার নাজিরাবাজার, ফুলবাড়িয়া, গেন্ডারিয়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নির্বাচনি এলাকার ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁঁইয়া উপজেলার তারাব পৌরসভার বরাব, মোগড়াকুল, খাদুন, মৈকুলী, দীঘিবরাব বাজারসহ বিভিন্ন এলাকায় কেটলি প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগের সময় শত শত নেতা-কর্মী ও সমর্থককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, আক্কেল আলী, আবদুুল মান্নান মুন্সি, ওবাইদুল মজিদ জুয়েল মাস্টার, আবদুল কাইয়ুম খান, আমিনুল ইসলাম খোকন, মোতাহার হোসেন নাদিম, শাখাওয়াত হোসেন, নবী হোসেনসহ কয়েক শ নেতা-কর্মী।

ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের সানজিদা খানম পোস্তগোলা, জুরাইন বাজার, আইজি গেট, ঋষিপাড়া এলাকায় এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা মীর হাজিরবাগ, জুরাইন বিক্রমপুর প্লাজা, তুলাবাগিচা, সবুজবাগ, ঋষিপাড়া, আলমবাগ, এলাকায় গণসংযোগ করেন।

ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন হরনাথ ঘোষ রোড, উর্দুরোড, লালবাগ রোড, ঢাকেশ্বরী রোড, বকশীবাজার, আগামাসি লেন, বংশাল, মালিটোলা, নয়াবাজার টিনপট্টি এলাকায় নির্বাচনি প্রচারণা চালান। ঢাকা-৮ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার পুরানা পল্টন, বিজয় নগর, শান্তিনর, শান্তিবাগ, মালিবাগ মোড় ও মৌচাক মার্কেট এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১১ আসনে গণফ্রন্টের মাছ প্রতীকে শেখ মোস্তাফিজুর রহমান মধ্যবাড্ডা, ভাটারা এলাকায় গণসংযোগ ও কর্মী সমাবেশ করেন।

ঢাকা-১২ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ আবদুল হাকিম মালিবাগ রেলগেট, বড় মগবাজারের একাংশ, নিউ ইস্কাটন, এফডিসি ও হাতিরঝিল এলাকায় গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী সাইফুল ইসলাম লাঙ্গল মার্কায় ভোট চেয়ে দাউদপুর, কাঞ্চনবাজার, মায়ের বাড়ি স্টান, কালাদি চাঁন টেট্রাইল, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনে মোবারক হোসেন দুলু জাতীয় পার্টির প্রার্থী বড়িকান্দি, সলিমগঞ্জ, রসুলাবাদ, শ্যামগ্রাম, গণি শাহ মাজারসহ চারটি ইউনিয়নের কয়েকটি গ্রামে নির্বাচনি গণসংযোগ ও পথসভা করেন।

চট্টগ্রাম-১৬ আসনের অলিগলি চষে বেড়াচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি প্রার্থীরা। সোমবার নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগ প্রার্থী মাহবুর রহমান রুহেল, এস এম আল মামুন। পটিয়ার অলিগলি চষে বেড়িয়েছেন আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুকনগরীর সার্কিট হাউসের সামনে থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে তিনি সদর রোডে গণসংযোগ করেন। রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহী প্রচার চালিয়েছেন গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণা চালিয়েছেন তানোর উপজেলার তালন্দ এলাকায়।

আলাউদ্দিন নাসিমের গণসংযোগ : ফেনী-১ আসনে জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে নিয়ে গণসংযোগ করেছেন ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম। গতকাল নাসিম ফুলগাজী উপজেলার দক্ষিণ বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও পুরাতন মুন্সীরহাট রেলস্টেশন এলাকায় পথসভা করেন নাসিম। পথসভাগুলোয় আলাউদ্দিন নাসিমের সঙ্গে ছিলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার। শিরীন আখতার তার বক্তব্যে আলাউদ্দিন নাসিমের জন্য ও নৌকার জন্য এ সময় ভোট চান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আবদুল্লাহ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল আলিম, সাধারণ সম্পাদক মো. হারুন মজুমদার, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সেলিম, দরবারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ। পথসভাগুলোতে হাজার হাজার দলীয় নেতা-কর্মী ও স্থানীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী-২ আসনের ১৪ দলীয় জোট প্রার্থী ফজলে হোসেন প্রচারণা চালান নগরীর রেশমপট্টি, বোয়ালিয়া থানার মোড়, ঘোড়ামারা ও বড়কুঠিপাড়া এলাকায়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান প্রচারণা চালিয়েছেন নগরীর বাগানপাড়া এলাকায়। রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রচারণা চালিয়েছেন পবা উপজেলার হরিপুর ইউনিয়নে। রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক প্রচারণা চালিয়েছেন বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায়। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী আব্দুল ওদুদ পৌর এলাকার চৌহদ্দীটোলা, হরিপুর, দারিয়াপুর ও সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন এলাকায় প্রচারণা চালান। বিএনএমের প্রার্থী মোহাম্মদ আবদুল মতিন সদর উপজেলার গোবরতলা, মহিপুর, বালিয়াডাঙ্গা, তাহেরপুর, হায়াতমোড় ও চরবাগডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে এবং স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল শিবগঞ্জে প্রচারণা শুরু চালান এবং স্বতন্ত্র দুই প্রার্থী সাবেক এমপি গোলাম রাব্বানী ও সৈয়দ নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন।

ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন নির্বাচনি এলাকায় সভা ও গণসংযোগ করছেন। নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসান আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে নৌকা প্রার্থী ডা. তৌহিদুজ্জামান বিভিন্ন এলাকায় প্রচার করেন। গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকি তুমলিয়া ধর্মপল্লী ছাড়াও তারা উপজেলার ৫টি ধর্মপল্লীর ফাদারও খ্রিস্টান নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ও কেক কাটেন। কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীমের হাতঘড়ি মার্কার নির্বাচনি অফিস উদ্বোধন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর