মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চলে গেলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান

বসুন্ধরা চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান

বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ফজলুর রহমান (৭৬)। শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এ ছাড়া অসংখ্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

গতকাল বিকাল সোয়া ৪টায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়। পরে রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা জানান, গতকাল অফিস করেছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৩টায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, ২৪ ঘণ্টা অক্সিজেন ব্যবহার করতেন ফজলুর রহমান। অফিসও ওইভাবেই করতেন।

এই শিল্প উদ্যোক্তার হাত ধরে ১৯৭২ সালে সরিষার তেল উৎপাদনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল সিটি গ্রুপের। সিটি গ্রুপের অধীনে ৪০টিরও বেশি প্রতিষ্ঠান রয়েছে বর্তমানে। এসব শিল্পপ্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। তাঁর মৃত্যুতে সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা শোকে মুহ্যমান।

বসুন্ধরা চেয়ারম্যানের শোক : সিটি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবার। এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ ও আমার পক্ষ থেকে গভীর শোক এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকবার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশের শিল্প-বাণিজ্য বিকাশে ফজলুর রহমান বিশাল অবদান রেখে গেছেন।

 

সর্বশেষ খবর