মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কুমিল্লার ৯১ প্রার্থীর ৬০ জনই মাঠে নেই, কেউ উঠান বৈঠকেই সীমাবদ্ধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ৯১ প্রার্থীর ৬০ জনই মাঠে নেই। নৌকার প্রার্থীদের অসুস্থতায় কেউ মাঠে নেই, বার্ধক্যের কারণে কেউ নামমাত্র উঠান বৈঠকে সীমাবদ্ধ।

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা-৫ আসনের নৌকার প্রার্থী আবুল হাশেম খান এমপি অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। তার পক্ষে মেয়ে নাজিয়া হাসেম তানজি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুছ ছালাম বেগ, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সেলিম রেজা সৌরভসহ অন্যরা প্রচারণা চালাচ্ছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবদুছ ছালাম বেগ বলেন, আবুল হাশেম খান এমপি অসুস্থতার কারণে মাঠে আসতে পারছেন না। তবে আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের বিষয়টি তুলে ধরে নৌকায় ভোট চাইছি।

কুমিল্লা-১০ আসনের নৌকার প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কয়েকটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন। নাঙ্গলকোট উপজেলার ভোলাইনে গত বুধবার ও শনিবার পেরিয়া এলাকায় উঠান বৈঠক করেন। নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা জানান, বার্ধক্যের কারণে অর্থমন্ত্রী হাঁটতে পারছেন না, তাই গ্রামের মানুষের কাছে যেতে পারছেন না। সব মিলিয়ে নির্বাচনের আমেজ পাচ্ছি না।

এদিকে কুমিল্লা-৯ আসনের নৌকার প্রার্থী স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম উঠান বৈঠক করলেও তৃণমূলে তাকে যেতে দেখা যায়নি।

 

সর্বশেষ খবর