বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নানা প্রতিশ্রুতিতে নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

নানা প্রতিশ্রুতিতে নির্বাচনি প্রচারণা

ভোটের প্রচারে নুরুল ইসলাম সুজন, জাহাঙ্গীর কবির নানক, ফরহাদ হোসেন -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীসহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। প্রধান সড়ক, অলিগলিসহ সবখানে প্রার্থীদের সাদা-কালো পোস্টারে সয়লাব। বিভাগীয় শহরগুলোতে প্রচারণা থাকলেও পিছিয়ে নেই জেলা শহরগুলোও। একই সঙ্গে উপজেলা, ইউনিয়নসহ গ্রামেও চলছে নির্বাচনি আমেজ। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। সব মিলিয়ে সারা দেশে এখন নির্বাচনি উৎসবের আমেজ বইছে।

গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক রাজধানীর লালমাটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সকালে সেগুনবাগিচা পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার, চিটাগাং হোটেল এলাকায় গণসংযোগ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, রূপায়ণ লোটাস হয়ে প্রেস ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, আনন্দবাজার, ফুলবাড়িয়া পশ্চিম এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়াও বঙ্গবাজার, গোপীবাগ ষষ্ঠ গলি হয়ে প্রথম গলি হয়ে ব্যাংক কলোনি, মতিঝিল ব্যাংক কলোনি, পল্লীকবি জসীমউদ্দীনের বাড়িতে মতবিনিময় সভা শেষে সাগুপ্তা নির্বাচনি ওয়ার্ড কার্যালয় এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় বায়তুল মোকাররম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল নির্বাচনি এলাকা গাবতলী, মিরপুরে গণসংযোগ করেন। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার তুহিন নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ নির্বাচনি এলাকার ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগানের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ মুন্না নির্বাচনি এলাকার যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন নির্বাচনি এলাকার কাজলা শেষ মাথা থেকে কাজলা ব্রিজ, বরফ গলি, সামাদ নগর, ভাঙ্গাপ্রেস, নবী টাওয়ার এলাকায় গণসংযোগ করেন। আরেক স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সজল নির্বাচনি এলাকার মাতুয়াইল দক্ষিণপাড়া, ৪৮ নম্বর ওয়ার্ড ও কুতুবখালীতে গণসংযোগ করেন এবং রাতে সানারপাড়ে বাড়িওয়ালাদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা-১১ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন নির্বাচনি এলাকার বাড্ডা, গুলশান, রামপুরা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৬ আসনে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন নির্বাচনি এলাকার নাজিরা বাজার, ফুলবাড়িয়া, গেন্ডারিয়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সানজিদা খানম শ্যামপুর বড়ইতলা, পূর্ব জুরাইনের কালামিয়া সরদার রোড, কবি নজরুল ইসলাম স্কুলের আশপাশে প্রচারণা ও লিফলেট বিতরণ করেন। ওই আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা শ্যামপুর থানার ৫৪ নম্বর ওয়ার্ডের আলমবাগ এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়াও বাবলার পক্ষে পূর্ব দোলাইপাড় এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন। ঢাকা-৭ আসনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন দিনব্যাপী পুরান ঢাকার আজিমপুর ছাপড়া মসজিদ, চায়না দরগা শরিফ, লালবাগ রোড, আগামসী লেন, আগা সাদেক রোড, নাজিরা বাজার, পাকিস্তান মাঠ, উর্দু রোড, বকশী বাজার, মালিটোলা এবং বংশাল এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১১ আসনে গণফ্রন্টের মাছ প্রতীকে শেখ মোস্তফিজুর রহমান বাড্ডার ২১ নম্বর ওয়ার্ড, গুদারাঘাট, বনশ্রী, রামপুরা বাজার ও বনশ্রী বাজার এলাকায় গণসংযোগ করেন। তেজগাঁও শিল্প এলাকা, মধুবাগ, মহানগর কলেজ এলাকা ও বিজয় সরণির একাংশ এলাকায় গণসংযোগ করেন ঢাকা-১২ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মুহাম্মদ আবদুল হাকিম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান হামিদী নির্বাচনি বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। একই আসনে বিএনএমের প্রার্থী শাহ জামাল রানা নোঙ্গর প্রতীকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয়নগর এলাকার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। শরীয়তপুর-২ বিকল্পধারার কুলা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম বুলু সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে সখিপুর, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, ঘড়িসার ইউনিয়নে প্রচারণা চালান।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইয়ার কেটলি প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও পথসভা করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল। সোমবার বিকালে উপজেলার মুড়াপাড়া মিরকুটিছেও এলাকায় এ উঠান বৈঠক ও পথসভা করেন।

চট্টগ্রাম-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল মিরসরাইয়ের ওসমানপুর এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। চট্টগ্রাম-২ আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী নারায়ণহাট দাঁতমারা বাগানবাজার এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা ও গণসংযোগ করেন। একই আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তৃণমূল বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। চট্টগ্রাম-৮ আসনের জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ ও স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালামও গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমও দিনভর প্রচার-প্রচারণা চালান। চট্টগ্রাম-১১ আসনে প্রচার-প্রচারণা চালিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফ ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। চট্টগ্রাম-১২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী কাজী মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম-১৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ প্রায় সব আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। জামালপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আলম মাহমুদ ইসলামপুর পৌর এলাকার নটারকান্দা, মুশাররফগঞ্জ, ধর্মকুরা বাজার, কাচারি, দরিয়াবাদ, বেপারিপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় কচুয়া উপজেলার গোপালপুর ও বাধাল ইউনিয়নে তিনটি পথসভাসহ বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করে ব্যাপক গণসংযোগ করেন। এ আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম বাবলু বাগেরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন। বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ দিনভর শরণখোলার গোন্তাকাট ও মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও দুটি পথসভার মাধ্যমে ব্যাপক গণসংযোগ করেন। একই আসনে লাঙ্গলের প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বনগ্রাম ইউনিয়নে গণসংযোগ করেন। বাগেরহাট-৩ আসনে নৌকার প্রার্থী হাবিবুন নাহার রামারের গৌরম্ভা ও মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পথসভাসহ বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ করেন। একই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. ইদ্রিস আলী ইজারাদার রামপাল ও মোংলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

খুলনা-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী আবদুল্লাহ আল মামুন নগরীর খালিশপুরে প্লাটিনাম জুটমিল, পিপলস জুটমিল গেট এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। একই সঙ্গে খুলনা-১, ২, ৪, ৫ ও ৬ আসনে জাপা প্রার্থীরা নিজ এলাকায় প্রচারণায় নেমেছেন। রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন চারঘাট উপজেলায়। এদিন তিনি সরদহ ইউনিয়নের সাদিপুর উচ্চবিদ্যালয়, থান্ডারপাড়া, হলদারপাড়া ও বালিয়াডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন। রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণা চালিয়েছেন তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালান তানোরের মু-ুমালা পৌর এলাকায়। একই আসনে মাঠে প্রচারণায় ছিলেন বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু। রাজশাহী-২ আসনে ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। নৌকা প্রতীক নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালান পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ প্রচারণা চালান মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নে। একই আসনে তৎপরতা বাড়িয়েছে বিএনএম। দলটির প্রার্থী মতিউর রহমান মন্টুর পক্ষে পবা-মোহনপুরে টানানো হয়েছে বিপুল পরিমাণ পোস্টার। বাগমারার শুভডাঙ্গা ও বাসুপাড়া ইউনিয়নে প্রচারণা চালান রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক।

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আবুল হাসান মাহমুদ আলীর আসনে  মোটরসাইকেলে নৌকা তৈরি করে প্রচারণা চালাচ্ছেন আক্তার আলী নামে এক আওয়ামী লীগ নেতা। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী আবদুল ওদুদ সদর উপজেলার মহারাজপুর ও ঝিলিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। বিএনএমের প্রার্থী মোহাম্মদ আবদুল মতিন সদর উপজেলার ঝিলিম, ইসলামপুর ও দেবীনগর ইউনিয়নে এবং বিএনএফের কামরুজ্জামান খান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা ও সদর উপজেলার মহিপুরে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান গোমস্তাপুরে এবং স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস নাচোল উপজেলার নেজামপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নয়ালাভাঙ্গা ও ধাইনগর ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী ও সৈয়দ নজরুল ইসলাম নিজ নিজ এলাকায় গণসংযোগ করেন। ফরিদপুর-৪ আসনে কাজী জাফরউল্লাহর পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর সহধর্মিণী  সাবেক এমপি স্থপতি নিলুফার জাফরউল্লাহ। বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক চকবাজার রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর