বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গণতন্ত্রী পার্টির প্রার্থীরা ফিরলেন

শাম্মীর আবেদনে সাড়া মেলেনি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। গণতন্ত্রী পার্টির প্রার্থী ব্যারিস্টার আরশ আলী, দোলন ভৌমিকসহ সাত প্রার্থীর আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

এর আগে ১২ ডিসেম্বর নির্বাচনে অংশ নিতে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ সই করা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেন প্রার্থীরা। রিটের শুনানি নিয়ে হাই কোর্ট প্রার্থীদের নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ইসি। এদিকে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের আবেদনে সাড়া দেননি চেম্বার আদালত। গতকাল প্রার্থিতা ফিরে পেতে ও প্রতীক বরাদ্দ চেয়ে তৃতীয়বার এ আদালতে গিয়েছিলেন শাম্মী। আদালত বলেছেন, ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আইনজীবীরা আদালতে বলেন, গত ২২ ডিসেম্বর অস্ট্রেলিয়া শাম্মী আহমেদের নাগরিকত্ব ত্যাগের আবেদন গ্রহণ করেছে। সব দিক বিবেচনা করে আগামী ২ জানুয়ারি পর্যন্ত শাম্মী আহমেদকে নির্বাচনের মাঠে থাকার সুযোগ দিন। তখন চেম্বার বিচারপতি বলেন, আমার আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এসব বিষয়ে তো আমি একা সিদ্ধান্ত দিতে পারব না। ২ জানুয়ারি আপিল বিভাগের সব বিচারপতি মিলে শুনব।

নূর ইসলাম : নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা। ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে রিট করেন নূর ইসলাম। ১৮ ডিসেম্বর হাই কোর্ট তার রিট খারিজ করে দেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।

সিমিনের আবেদনের শুনানি আজ : গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি। এ আবেদনের ওপর শুনানির জন্য আজ বুধবার দিন রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। গতকাল চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

ঋণখেলাপের অভিযোগে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তিনি আপিল করেন, যা ১৩ ডিসেম্বর খারিজ হয়। এর বৈধতা নিয়ে ও প্রার্থিতা ফিরে পেতে হাই কোর্টে রিট করেন আলম আহমেদ। হাই কোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। পরে আলম আহমেদের আবেদনে তার প্রার্থিতা গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন সিমিন হোসেন রিমি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর