বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিক মারধরে এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে ইসির মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সাংবাদিককে মারধর-নাজেহাল এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাঁশখালীর নির্বাচনি কর্মকর্তা হারুন মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। আদালত মোস্তাফিজুর রহমান চৌধুরীকে আগামী ৩ জানুয়ারি হাজির হওয়ার আদেশ দিয়েছেন। এর আগে গত রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মামলা করতে বলা হয়। চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের মারধরের অভিযোগে মোস্তাফিজুর রহমান চৌধুরীর নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ‘গত ৩০ নভেম্বর মোস্তাফিজুর রহমান ব্যাপক শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিককে গালিগালাজ ও কিলঘুষি মেরে প্রাণনাশের হুমকি দেন। এরপর বিষয়টি তদন্ত করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। একই সঙ্গে আসামির বিরুদ্ধে বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর