শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মহাকালের সুরেন্দ্র কুমারী

সাংস্কৃতিক প্রতিবেদক

মহাকালের সুরেন্দ্র কুমারী

নাটকের দল মহাকাল নাট্য সম্প্রদায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের নতুন প্রযোজনার নাটক সুরেন্দ্র কুমারী। এটি দলের ৪৪তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। আনন জামানের রচনায় নির্দেশনায় ছিলেন শামীম সাগর।

নাটকটির শিল্পীরা হলেন আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলী সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতী সাথী, রাজীব দেবনাথ, কাজী তারিফ, স্বপ্নীল, রাকিব হাসান, উইলিয়াম নিক্সন ভিকী, আবদুল কাইয়ুম, নীলমণি বাবু, কামরুজ্জামান সবুজ, শংকর কুমার ধর ও মীর জাহিদ হাসান। নেপথ্যের শিল্পীরা হলেন আলো ও প্রপস-পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফি-ওয়ার্দা রিহাব,

পোশাক-এনাম তারা সাকি, সংগীত-নির্ঝর চৌধুরী, পোস্টার-চারু পিন্টু, মঞ্চ-শামীম সাগর ও পলাশ হেনড্রি সেন এবং মুখবিন্যাস-শুভাশীষ দত্ত তন্ময়, পা-ুলিপি গবেষণা-শরীফ নাসরুল্লাহ। নাটকটির প্রযোজনা অধিকর্তা-মীর জাহিদ হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর