শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নওগাঁ-২-এর নির্বাচন বাতিল

প্রতীক পাওয়ার পর মৃত্যু স্বতন্ত্র প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক ও নওগাঁ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক (৭৬) প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিনই মারা গেছেন। গতকাল ভোরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল হয়েছে। এই আসনের সাধারণ নির্বাচনের ফের তফসিল হবে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা গেছেন, তাঁর প্রতীক ছিল ঈগল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৃত্যুবরণ করলে রিটার্নিং কর্মকর্তা গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন বাতিল করবেন। পরবর্তীতে নির্বাচন হবে।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, বর্তমানে বৈধ প্রার্থীদের প্রার্থিতা থাকবে। তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। পুনরায় তফসিল হলে নতুন করে অন্যরা মনোনয়নপত্র দাখিল করতে পারবে। এ আসনে কবে ভোট হবে তার তফসিল পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত দেবে। তিনি বলেন, ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হবে। আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। এ ছাড়া তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমিনুল হকের ছেলে আছিফুল হক জানান, আমিনুল হক মামলার শুনানিতে অংশ নিতে সোমবার ঢাকায় যান। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। গত মঙ্গলবার রাতে তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ আসন থেকে নৌকা প্রতীকে দলের মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্রে বিভিন্ন অসংগতি তুলে ধরে তাঁর প্রার্থিতা বাতিল করে দেয়। পরবর্তীতে তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত বুধবার প্রার্থিতা বৈধ বলে রায় দেন এবং বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিনই তাঁর মৃত্যু হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর