শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাস পোড়ানো মামলায় বিএনপি নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান থানার বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা কামাল জামান মোল্লার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল তাকে এ মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. রিপন উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী এমএ গফফার চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক তার জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭টায় গুলশানে রাস্তার ওপর বিএনপি-জামায়াতের কয়েকজন নেতা-কর্মী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণপরিবহন ভাঙচুরসহ যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগসহ পেট্রল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। 

এ ঘটনায় গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত ৩৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। কামাল জামান ওই ৩৬ জনের মধ্যে অন্যতম আসামি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর