শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ২ ফেব্রুয়ারি মাঠ প্রস্তুতে মুসল্লিরা

আফজাল, টঙ্গী

রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এর চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি হবে আখেরি মোনাজাত। এদিকে, ইজতেমা সামনে রেখে মাঠ প্রস্তুতে স্বেচ্ছায় কাজ করছেন মুসল্লিরা। প্রতিদিন বাদ ফজর ঢাকার যাত্রাবাড়ী, কুড়িল বিশ্বরোড, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার তাবলিগের সাথী ও মুসল্লিরা আল্লাহকে রাজি-খুশি করতে সেখানে আসছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত মুসল্লিরা ময়দান প্রস্তুত কাজে সময় পার করছেন। তারা ময়দানে শামিয়ানা তৈরি, চটবাঁধাই, খুঁটি গাঁথা, মাটি কাটা, ময়লা-আবর্জনা ও ড্রেন পরিষ্কার, বিদেশিদের কামরা নির্মাণসহ বিভিন্ন কাজ করছেন।

যাত্রাবাড়ী থেকে আসা তাবলিগের সাথী মো. আফতাব হোসেন বলেন, আল্লাহকে পেতে চাইলে একটু কষ্ট করতেই হবে। সেই আশায় মুসল্লিরা ময়দানে কাজ করছেন।

উল্লেখ্য, গতবারের মতো এবারও প্রথম পর্বে যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করছে। এরপর বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে। মাওলানা জোবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের কাজ শুরু হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ইজতেমা শুরু হচ্ছে। তবে ইজতেমা সফল করতে গাজীপুর সিটি করপোরেশন, পুলিশ র‌্যাব ও জেলা প্রশাসকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। এ ছাড়া ইজতেমা সফল করতে আমি নিজেই ময়দানের  খোঁজখবর রাখছি।

সর্বশেষ খবর