রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অর্থ পাচার সিন্ডিকেটের কারণে অস্থির

------ আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার সিন্ডিকেটের কারণে অস্থির

শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজার নিয়ে সরকার যা করেছে তাতে বাজারের ক্ষতি হয়েছে। সাধারণ বিনিয়োগকারীরা কিছু পাচ্ছেন না। এমনভাবে শেয়ারবাজার চলতে পারে না। এক ধরনের অকার্যকর অবস্থায় রয়েছে বাজার। দীর্ঘ দরপতনের মুখে পড়েছে শেয়ারবাজার। বাংলাদেশ প্রতিদিনকে অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, নির্দিষ্ট কিছু শেয়ার ঘিরে এখন লেনদেন চলছে। ৭০ ভাগের বেশি কোম্পানি ফ্লোর প্রাইসে আটকে আছে।  ফ্লোর প্রাইসের কারণে কেউ শেয়ার বিক্রি করতে পারছে না। তাই কিনতেও পারছে না। সূচক বাড়বে কীভাবে? বাজারে এখন ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া উচিত। পৃথিবীর কোথাও এ পদ্ধতি নেই। এ কারণে বাজারে ভালোমন্দ সব ধরনের শেয়ারের দরপতন হয়েছে। অনেক ভালো ভালো কোম্পানির শেয়ার  যৌক্তিক মূল্যের নিচে নেমে গেছে। তিনি আরও বলেন, ১০-২০টি কোম্পানি ঘুরে সিন্ডিকেট ট্রেড হচ্ছে। ফ্লোর প্রাইসের সুযোগ নিয়ে সিন্ডিকেট ট্রেড চলছে। কর্র্তৃপক্ষের উচিত বাজারে যেসব অনিয়ম বা সিরিয়াল ট্রেড করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। বিভিন্ন গুজব ছড়াচ্ছে একটি পক্ষ। তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে হবে। সিন্ডিকেটের সুবিধা করে দিয়েছে বাজার কর্তৃপক্ষ। কয়েকটি জাঙ্ক শেয়ার নিয়ে তারা মুনাফা করছে। বাজার নিয়ে ভালো কিছু উদ্যোগ নিতে হবে। আগামী বছর কী হয় সেটা বড় দুশ্চিন্তার বিষয়।

সর্বশেষ খবর