রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কেন্দ্রে ভোটার আনাটাই চ্যালেঞ্জ নৌকার প্রার্থীদের

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে পূর্বধলা উপজেলা হেভিওয়েট প্রার্থীদের প্রচারে জমজমাট হয়ে উঠেছে। এখানে প্রার্থীদের মধ্যে তুমুল লড়াই চলছে। তবে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ নেই বললেই চলে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রে ভোটার আনাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের জন্য।

নির্বাচনে নৌকা নিয়ে মাঠে নেমেছেন হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীকে মাঠে আছেন কর্নেল তাহের পরিবারের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর কৃষক লীগের নেতা মাজহারুল ইসলাম সোহেল ট্রাক প্রতীকে ভোটযুদ্ধে নেমেছেন। তাঁরা তিনজনই একই দলের হেভিওয়েট বলে মনে করছেন দলীয় নেতারা। তবে ভোটারদের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। যে কারণে নির্বাচনে আওয়ামী লীগের নেতারাই তিন ভাগে বিভক্ত হয়ে প্রার্থীদের সমর্থক হিসেবে মাঠে নেমেছেন। তাঁদের মধ্যে নৌকার প্রার্থীর সমর্থকদের আচরণ নিয়ে অন্যদের অভিযোগ রয়েছে। অবশ্য নৌকার প্রার্থী আহমদ হোসেন বলেন, ‘এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট চেয়েছেন। কাজেই দলীয় নেতা-কর্মীদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আমরা মাঠে আছি। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। ৭ জানুয়ারি সন্ধ্যায় প্রমাণিত হবে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন।’ এ আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ ও তৃণমূল বিএনপির প্রিন্সিপাল আবদুল ওয়াহাব হামিদী।

সর্বশেষ খবর