রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেই বাকের ভাই এবারও ভোটের মাঠে

নীলফামারী প্রতিনিধি

সেই বাকের ভাই এবারও ভোটের মাঠে

আপাদমস্তক সাদামাটা। পোশাকে-আশাকে, চলনে-বলনে দেখে বোঝার উপায় নেই নাটকের মঞ্চ থেকে রাজনীতির মঞ্চ কাঁপানো তর্জনী আঙ্গুলে চাবির রিং ঘোরানো সেই বাকের ভাই নীলফামারীর রাজনীতিতে এখনো অপ্রতিরোধ্য। দল-মত নির্বিশেষে সমান জনপ্রিয় ব্যক্তিটি এবারও নৌকার মাঝি। তাই বাকের ভাইয়ের বেড়েছে ব্যস্ততা। বেড়েছে গণসংযোগ।

১৯৯৮ সালের গোড়ার দিকে নীলফামারী আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন দেশ সেরা আবৃত্তিকার ও নাট্যাভিনেতা আসাদুজ্জামান নূর। সে সময় নীলফামারী আওয়ামী লীগের রাজনীতিতে অল্পদিনেই নিজের অবস্থান সুসংহত করেন মঞ্চ মাতানো অভিনেতা-নাট্যব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। টানা চারবারের এমপি তিনি। উত্তরা ইপিজেডের ব্যাপক কর্মসংস্থান, নার্সিং ইনস্টিটিউট, টিটিসি, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মতো নানামুখী কর্মক্ষেত্রগুলো এলাকার মানুষের মনে দাগ কাটলেও সবিশেষ নীলফামারী মেডিকেল কলেজ আসাদুজ্জামান নূরের অবস্থান আরও সুসংহত করেছে। ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, উত্তরাঞ্চলের সর্ববৃহৎ আধুনিক শেখ কামাল স্টেডিয়াম, দীর্ঘ প্রত্যাশিত নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়ক ও বাইপাস সড়কের বর্ধিতকরণ কাজ আসাদুজ্জামান নূরকে মানুষের মনে জিইয়ে রাখবে অনেক দিন। নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

দুই নির্বাচনে তাঁর নৌকা প্রতীকের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী লড়েছিলেন নিজ দলীয় মার্কা দাঁড়িপাল্লায়। এবার লড়ছেন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে  শাহাজাহান আলী চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, বাংলাদেশ কংগ্রেসের মো. মোরছালীন ইসলাম।

সর্বশেষ খবর