রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে ছিনতাইয়ে তিন রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন পর্যটন ছাতা মার্কেটে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আপেল মাহমুদ জানান, ‘শুক্রবার গভীর রাতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. নুর কামাল (১৯), একই এলাকার মো. বশিরের ছেলে মো. ফারুক (২০) ও নুরুল কবিরের ছেলে মো. নুরুল ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কুমিল্লা থেকে বাসযোগে পাঁচ বন্ধু সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের ডিসামন এলাকার মোমিন মিয়ার ছেলে আসিফ মিয়া (২২) এবং একই এলাকার তার বন্ধু মো. সায়মন (১৮), মো. সুমন (৩৯), মো. হৃদয় (২০) ও মো. ইয়াছিন (৩৩) মিলে কক্সবাজারে ঘুরতে আসেন। তারা বাস থেকে নেমে হিমেল হাওয়ার পরশ নিতে লাবণী পয়েন্ট সমুদ্রসৈকতে যাওয়ার পথে পর্যটন ছাতা মার্কেট এলাকায় পৌঁছালে ৪-৫ জনের একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়। এডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেফতাররা। ঘটনায় চারজন রোহিঙ্গা যুবক ছিনতাইয়ে জড়িত ছিল। ঘটনায় জড়িত অপর রোহিঙ্গাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর