রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নির্বাচন কমিশনকে গণতন্ত্র মঞ্চের লাল কার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক

‘একতরফা ভোট বয়কট করুন’- এ আহ্বান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও নির্বাচন কমিশনকে লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশের পরে গণতন্ত্র মঞ্চের একটি মিছিল পল্টন মোড়, জিরোপয়েন্ট, বায়তুল মোকাররম হয়ে আবার পল্টন মোড়ে এসে শেষ হয়।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির সিনিয়র সহসভাপতি বেগম তানিয়া রব প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৮ সালের মধ্যরাতের নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। দুনিয়ার সামনে বাংলাদেশের মুখে চুনকালি মাখিয়েছে। ২০২৩ সালে এসে একতরফা নির্বাচনকে যখন জনগণ প্রত্যাখ্যান করেছে, তখন সরকার নানাভাবে ভয়ভীতি দেখিয়ে, বিভিন্ন সহায়তাকারী প্রকল্পের সুবিধা বাতিলের হুমকি দিয়ে ভোটার বাড়াতে চাইছে। দেশে এ মুহূর্তে সরকার ও নির্বাচন কমিশনকে মানুষ লালকার্ড দেখাচ্ছে, এরপর বিদেশিরাও লালকার্ড দেখাবে। যে সরকার লুটপাট ও পাচারের ব্যবস্থা পাকাপোক্ত করতে নিজেদের মানুষকে খুন করতে দ্বিধা করে না; তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা রাজপথে আছি। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

সর্বশেষ খবর