রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে পিএইচডি পড়তে যাওয়া বাংলাদেশি এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে এ গুলির ঘটনা ঘটে। নিহত শেখ আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক মোহাম্মদ শাহিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছরের জানুয়ারিতে আবির যুক্তরাষ্ট্রে যান। ঢাবিতে পড়াশোনা শেষ করে আবির ব্র্যাক এনজিও ও অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজ করেন। গতকাল বিকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে শাহিন লিখেছেন, ‘হতাশা থেকে আবির উচ্চশিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন। কিন্তু তার স্বপ্ন এখন ভেঙে গেছে। একজন আততায়ী তার জীবন কেড়ে নিয়েছে। আমরা একজন সত্যিকারের বিনয়ী, সদালাপী ও মেধাবী ছাত্রকে হারালাম...।’ প্রসঙ্গত, এ বছরের ৭ ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ৪০,১৬৭ জন মারা গেছেন। দেশটিতে প্রতিদিন গুলিতে গড়ে প্রায় ১১৮ জনের মৃত্যু হচ্ছে।

সর্বশেষ খবর