সোমবার, ১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সরকারি চাকরির তথ্য গোপন

প্রার্থিতা বাতিল সালাউদ্দিনের, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

হলফনামায় সরকারি চাকরির তথ্য গোপন করায় চট্টগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এ ছাড়া তথ্য গোপন করে আদালতের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য চট্টগ্রামের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে আদেশে। আদালত বলেছেন, মো. সালাউদ্দিন সাংঘাতিক প্রতারণা করেছেন। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এর আগে গত বৃহস্পতিবার সরকারি কর্মচারী হিসেবে চাকরিতে থাকার তথ্য গোপনের অভিযোগ তুলে চট্টগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে বলেন, মোহাম্মদ সালাউদ্দিন স্বাস্থ্যসহকারী হিসেবে ২০১২ সাল থেকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছেন। অথচ নির্বাচনে মনোনয়নপত্রে ব্যক্তিগত তথ্যে তিনি পেশা ব্যবসা (ওষুধ) বলে উল্লেখ করেছেন। তিনি যে সরকারি চাকরিজীবী, সে তথ্য তিনি গোপন করেছেন। এমনকি ভোট গ্রহণ কর্মকর্তার তালিকায় তার (মোহাম্মদ সালাউদ্দিন) নাম রয়েছে বলে গণমাধ্যমে এসেছে। সংবিধান ও সরকারী কর্মচারী আচরণবিধি অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না।

সর্বশেষ খবর