মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কেরোসিন মুখে আগুনে পুড়ল তিনজন

নিজস্ব প্রতিবেদক

বাসার ছাদে থার্টিফার্স্ট নাইট উদ্যাপন করতে মুখে কেরোসিন নিয়ে ওপরে ছুড়ে ফ্লিল্মিস্টাইলে আগুন জ্বালিয়ে সবাইকে চমকে দিচ্ছিল সিয়াম। হঠাৎ কেরোসিন পরে আগুন ধরে যায় সিয়ামের (১৪) শরীরে। তাকে বাঁচাতে এসে তার দুই চাচা রাকিব এবং রায়হানও আহত হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে সিয়াম। রবিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে। রাতেই গুরুতর দগ্ধ অবস্থায় সিয়ামকে এবং আহত আরও দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘কেরোসিন মুখে নিয়ে আগুন জ্বালাতে গিয়ে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ পুড়ে গেছে। সিয়ামের অবস্থা সংকটাপন্ন। বাবা-মায়ের একমাত্র ছেলে সিয়াম। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার চিকিৎসা চলছে। সিয়ামকে বাঁচাতে গিয়ে তার দুই চাচাও কিছুটা দগ্ধ হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে, তারা আশঙ্কামুক্ত।’ তাদের হাসপাতালে নিয়ে আসা রাকিবের খালাতো ভাই মো. সজীব জানান, মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফার্স্ট নাইট উদ্?যাপন করছিলেন। মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল সিয়াম। তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। সেই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা রাকিব-রায়হান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘সকালে আমি রোগীটিকে দেখে এসেছি। কিশোর ছেলেটির শরীরের প্রায় ৮৮ শতাংশ পুড়ে গেছে। মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালানো কোনো উদযাপনের বিষয় নয়, এটা আত্মহত্যার শামিল। এভাবে আগুন হাতে-মুখে নিয়ে উদযাপন করে বিপদ ডেকে আনা উচিত নয়। সবাইকে এ ব্যাপারে আরও সতর্ক হতে হবে।’

 

সর্বশেষ খবর