মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোট বর্জনের দাবিতে সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ

নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি ভোট বর্জনের দাবি জানিয়ে গতকাল রাজধানীসহ সারা দেশে দিনভর নির্বাচনবিরোধী গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। তারা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন। দেশবাসীর উদ্দেশে তাদের আহ্বান ছিল, ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে কেউ যাবেন না।

এদিকে আজ থেকে তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্প্রতিষ্ঠার এক দফা দাবি এবং নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি দিয়েছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লিফলেট বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, প্রমাণিত হয়েছে বাংলাদেশ মানুষ অগ্রহণযোগ্য এই নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে প্রতিহত করবে। নতুন বছরের পয়লা জানুয়ারিতে অবৈধ ভোট বর্জনের শপথ নিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বর্জনের যে আহ্বান বিএনপি ও সম্ভাবনা দলগুলো দিয়েছে তার প্রতিফলন এবং বাস্তবায়নের জন্য আমরা শপথ নিয়েছি। এ ছাড়া যুবদল কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মিল্টন, বিএনপি নেতা বুলবুল আহম্মেদ মল্লিক, রুপনগর থানার মো. আবদুল আউয়াল, পল্লবী থানার মো. বশির উদ্দিন, যুবদল নেতা রাজিব হোসেন পিন্টু, জাহাঙ্গীর কবির জনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর