বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

ভোটের প্রচারে সৈয়দ এ কে একরামুজ্জামান, এম এ ছাত্তার, খালিদ মাহমুদ চৌধুরী -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র তিন দিন। এরই মধ্যে রাজধানীসহ সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাঁটানো, মাইকিং এবং বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন তারা। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। একইসঙ্গে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। প্রার্থী ছাড়াও ভোটের মাঠ সরগরম রেখেছেন তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। তারাও নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন।

গতকাল মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাড়ির মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম শান্তিনগর, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী উত্তরা ৪ নম্বর সেক্টর, আশকোনা, বিমানবন্দর, খিলক্ষেত এলাকায় গণসংযোগ চালান। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওয়াকিল উদ্দিন মালিবাগ চৌধুরীপাড়া, তালতলা, সাঁতারকুলসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। রাজধানীর সোবাহানবাগ টিঅ্যান্ডটি এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী অভিনেতা ফেরদৌস। ডিআইটি প্লট পুকুরপাড়, শ্যামপুর, গোসাইবাড়ী ও ফরিদাবাদ এলাকায় প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠক করেন ঢাকা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানম। একই আসনে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা দোলাইপাড়, মেরাজনগর বাজার, শ্যামপুরে সভা ও গণসংযোগ করেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন মিলন চকবাজার, আমলীগোলা, লালবাগ রোড এলাকায় লাঙলের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

ঢাকা-১১ আসনে গণফ্রন্টের শেখ মোস্তাফিজুর রহমান আফতাবনগর, মধ্যবাড্ডা, রামপুরা এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-১২ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মুহাম্মদ আবদুল হাকিম উত্তর নয়াটোলা, মিরেরটেক, মিরবাগ এলাকায় গণসংযোগ করেন। মোহাম্মদীয়া মার্কেট ও কালশী এলাকায় গণসংযোগ করেন ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী তরিকুল ইসলাম সুমন। জামালপুর-২ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বড়দেলির পাড়, হাসপাতাল মোড়, গুঠাইল বাজার, কাছারির মোড় এলাকায় গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত লিয়াকত হোসেন খোকা উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দী, মসলন্দপুর, মান্দাপাড়াসহ কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার উপজেলার মুলাদিয়া ৫ নং ওয়ার্ডের কলবাড়ি বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। চট্টগ্রাম-৮ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন চান্দগাঁও বলিরহাট ৪ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ চকবাজার, আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় গণসংযোগ করেন।

চট্টগ্রাম-১০ ও ১১ : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর দুই আসনে প্রচারণা চালান। চাঁদপুর-৫ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী শাহরাস্তির বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহী প্রচারণা চালিয়েছেন তানোর উপজেলার কালীগঞ্জে। রাজশাহী-২ আসনের ১৪ দল প্রার্থী ফজলে হোসেন বাদশা প্রচারণা চালিয়েছেন বিনোদপুর, কাজলা এলাকায়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান প্রচারণা চালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ডে। রাজশাহী-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন পুঠিয়া পৌর এলাকার ঝলমলিয়া বাজারে। রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন বাঘা উপজেলার চকরাজাপুর চরাঞ্চলে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল উপজেলার মনাকষা ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম চককীর্তি ইউনিয়নে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী মুহা. জিয়াউর রহমান এমপি নাচোল উপজেলার কসবা ইউনিয়নে এবং স্বতন্ত্র প্রার্থী মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস নেজামপুর ইউনিয়নে গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার তেলীপাড়া, বাবুডাইংসহ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে গণসংযোগ করেন। বিএনএম প্রার্থী মোহাম্মদ আবদুল মতিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া, পিটিআই, ভুতপুকুর ও চরমোহনপুরে গণসংযোগ করেন। ঢাকা-২০ (ধামরাই) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বেনজীর আহমদ নির্বাচনি এলাকায় সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চান। কুমিল্লা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ রাজামেহার উচ্চ বিদ্যালয় মাঠে সভাশেষে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নৌকার প্রার্থী ডা. আবদুল আজিজ ভুইয়াগাতী বাসস্ট্যান্ড, ঘুড়কা বাসস্ট্যান্ড ও ধুবিল ইচিদহ বাজারে পথসভা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর